‘বাসি’ সাধারণত মন্দ জিনিস। তাই ‘ভালো বাসি’ হয় না, ‘মন্দ বাসি’ হয় কিংবা ‘খারাপ বাসি’ হয়। এই যেমন : বাসি তরকারি, বাসি মাংস, বাসি ভাত।পাঞ্রেরী পাবলিকেশন্স লি.
বাত কিন্তু বাসি না-হলেও ভালো না— সতেজ হলেও শ-তেজ বর্জিত। যদিও অনেক সময় পোস্টার-লিফলেটে দেখা যায়, ঢাকাবাসি, রংপুর বাসি।
‘ভালোবাসি’ সাধারণত ভালো বিষয়। তাই ‘মন্দবাসি’ হয় না, ‘ভালোবাসি’ হয়। তার মানে ভালোবাসার জিনিসকে কাছে রাখতে হয়। যেমন: আমি তোমাকে ভালোবাসি। আমি তো মাকে ভালোবাসি। আমি দ্বেষ ভালোবাসি না, কিন্তু দেশ ভালোবাসি।
‘বাসা’ কিন্তু ভালোও হতে পারে মন্দও হতে পারে। তাই ‘ভালো বাসা’ আর ‘মন্দ বাসা’ দুটোই চলে। দুটোই দেখা যায়, কিন্তু ‘ভালোবাসা’য় দুটো চলে না। শুধু ভালোটাই চলে। যদি দুটোই চলে তো সেটা আর ভালোবাসা থাকে না। মনে রাখবেন, ভালোটাই মানে ভালো টাই নয়। আবার, ভালো বাসা সবসময় ভালোবাসা নয়, তবে ভালোবাসা সবসময় ভালো বাসা।