ড. মোহাম্মদ আমীন
আন্তর্জাতিক শব্দের অর্থ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ

এই ভ্রান্ত তথ্য পেয়েছে আমি জানি না।
‘অংশ’ ও ‘গ্রহণ’ শব্দ যুক্ত হয়ে অংশগ্রহণ শব্দ গঠিত হয়েছে। বাক্যে বিশেষ্য হিসেব ব্যবহৃত সংস্কৃত ‘অংশগ্রহণ’ শব্দের অর্থ— যোগদান। যেমন: (১) তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। (২) সভায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে। কোথাও বা কোনো বিষয়ে যোগদান করলেই তা

অংশগ্রহণ হয়ে যায়, এজন্য কার্যক্রমে সক্রিয় অংশ নিতে হয় না। অংশগ্রহণের জন্য যোগদানই যথেষ্ট এবং এজন্য কোনো মালিকানা, ব্যবস্থাপনা কিংবা সিদ্ধান্তগ্রহণে স্বাধীন ভূমিকা রাখা কোনো শর্ত নয়।
অন্যদিকে, ‘অংশী’ ও ‘দার’ শব্দ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘অংশীদার’। ‘অংশী’ সংস্কৃত শব্দ, কিন্তু, ‘দার’ ফারসি শব্দ। ‘অংশীদারত্ব’ অর্থ— সম্পত্তি বা ব্যবসায় যার অংশ আছে; কোনো বিষয়, বস্তু বা কার্যক্রমে কিংবা সম্পত্তি বা ব্যবসায় স্বত্ব আছে এমন ব্যক্তি। কোনো বিষয়ে মালিকের মতো দায়িত্ব নিয়ে অংশগ্রহণপূর্বক স্বাধীনভাবে সিদ্ধান্তগ্রহণ এবং ব্যবস্থাপনায় মৌলিক ভূমিকা রাখা কিংবা অনুরূপ অধিকারকে অংশীদারত্ব বলা হয়। যেমন: অংশীদারত্ব, দায়িত্ববান হওয়ার অন্যতম শর্ত। কোম্পানিতে তার অংশীদারত্ব নিশ্চিত করেছে আদালত।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ