Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102
Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103 অংশগ্রহণ বনাম অংশ গ্রহণ – Dr. Mohammed Amin
Skip to content
‘অংশ’ ও ‘গ্রহণ’শব্দদুটো পরস্পর সেঁটে বসে গঠন করেছে নতুন শব্দঅংশগ্রহণ। এখানে ‘অংশ’ ও ‘গ্রহণ শব্দের সার্থক মিলন ঘটেছে। ফলে উভয়ের অর্থপাঞ্জেরী পাবলিকেশন্স লি.
বা মৌলিকত্ব বহুলাংশে ক্ষুণ্ন হয়েছে। যেমনটি হয়ে থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে।
অন্যদিকে, ‘অংশ গ্রহণ’ দুটি পৃথক শব্দ নিয়ে গঠিত। এখানে ‘অংশ’ ও ‘গ্রহণ’পরস্পর নিরাপদ দূরত্বে অবস্থানপূর্বক বাক্য-সমাজের শালীন শব্দ-ফাঁক বজায় রেখে অবস্থান করে। তাই অবিবাহিত নারী-পুরুষের মতো উভয় শব্দের অর্থ বা মৌলিকত্ব অক্ষুণ্ন থেকে যায়।
‘অংশগ্রহণ’ শব্দের অর্থ যোগ দেওয়া। যেমন : সভাপতি সাহেব যথাসময়ে সভায় অংশগ্রহণ করেছেন। ‘অংশ গ্রহণ’ বাগ্ভঙ্গির অর্থ ভাগ নেওয়া। যেমন : সমিরা তার পিতার সম্পত্তির প্রাপ্য ‘অংশ গ্রহণ’ করেছেন। অতএব ‘অংশগ্রহণ’ অর্থে ‘অংশ গ্রহণ’ লেখা সমীচীন নয়।