[su_dropcap style=”flat” size=”4″]গু[/su_dropcap]রু শব্দের অর্থ মুরুব্বি, শ্রদ্ধেয় ব্যক্তি, শিক্ষক, ওস্তাদ, জ্ঞানদাতা প্রভৃতি, কিন্তু অগুরু অর্থ এক ধরনের গন্ধকাঠ বা কৃষ্ণ চন্দন। অগুরু শব্দটি সংস্কৃত থেকে এসেছে। শব্দটি মধ্যযুগের বাংলা সাহিত্যে পাওয়া যায়। তবে, ‘অগুরু’ শব্দটি ‘গুরু’ শব্দের বিপরীতার্থক অর্থ দ্যোতনার আশঙ্কায় আধুনিক বাংলায় গ্রহণীয় নয়।