[su_heading size="40" margin="30"]অগ্নিকন্যা রুপা[/su_heading]

DR.AMIN
অগ্নিকণা অগ্নিকন্যা
‘অগ্নিকণা’ কিন্তু ‘অগ্নিকন্যা’। কারণ, অগ্নিকণা = অগ্নি +কণা; কিন্তু অগ্নিকন্যা = অগ্নি+ √কন্+য+ আ (টাপ্)। অগ্নিকণা অর্থ আগুনের স্ফুলিঙ্গ এবং অগ্নিকন্যা অর্থ আগুনের মতো তেজস্বী কন্যা।
রুপা ও রূপ নিমোনিক :
সংস্কৃত ‘রূপা’ থেকে উদ্ভুত তদ্ভব ‘রুপা’ শব্দের অর্থ, অলংকার তৈরির জন্য ব্যবহৃত মূল্যবান উজ্জ্বল সাদা ঘাতসহ মৌলিক ধাতু যার পারমাণবিক সংখ্যা ৪৭, রৌপ্য, রুপো, রজত, চাঁদি প্রভৃতি। সংস্কৃত ‘রূপ (√রূপ+অ)’ শব্দের অর্থ বিশেষ্যে- মূর্তি (মনুষ্য রূপ), সৌন্দর্য, শ্রী, আকৃতি, চেহারা, প্রকার, রকম, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু (ধাতুরূপ), দৃষ্টিগ্রাহ্য বা প্রত্যক্ষ বিষয় এবং বিশেষণে তুল্য, অভিন্ন প্রভৃতি।
অনেক সময় ‘রুপা’ ও ‘রূপ’ শব্দ লেখার সময় ভুল হয়ে যায়। ভুল যাতে না হয় সেজন্য একটা নিমোনিক বানানো যেতে পারে : বর্ণমালায় আগে উ-কার তারপর ঊ-কার। এজন্য আগে ‘রুপা’ তারপর ‘রূপ’। মনে রাখুন, ‘রুপা’ পরিধান করার পর ‘রূপ’ বৃদ্ধি পায়।