অগ্নিকোণ

অগ্নিকোণ
‘অগ্নি’ আর ‘কোণ’ মিলে অগ্নিকোণ। ‘অগ্নি’ হচ্ছে ভারতীয় পুরাণে বর্ণিত একজন অতি প্রভাবশালী দেবতা। ‘অগ্নিকোণ’ শব্দের উৎসগত অর্থ— অগ্নির কোণ বা অগ্নি দেবের মালিকানাধীন কোণ। পৃথিবীর পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণের দিকপাল অগ্নি দেব।তাই দিকপাল অগ্নির নামানুসারে কোণটার নাম ‘অগ্নিকোণ’। ‘দিক’ ও ‘পাল’ থেকে ‘দিকপাল’ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, ‘দিকপাল’ অর্থ হচ্ছে— পুরাণে কল্পিত দিকসমূহের পালক। উল্লেখ্য, ভারতবর্ষের তিন অগ্রগণ্য দেবের মধ্যে অগ্নি অন্যতম। ঋগ্‌বেদ-সংহিতায় ‘অগ্নি’ সম্পর্কে যতগুলো সূক্ত আছে— ইন্দ্র ভিন্ন অন্য কোনো দেব সম্পর্কে তত সূক্ত নেই। অগ্নির ত্রিমূর্তি— তিনি আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ এবং পৃথিবীতে অগ্নি। দেখুন, অকুণ্ঠ শব্দের ব্যুৎপত্তি : অকুণ্ঠ ক্ষুর দিয়ে কেটে দিল।

সূত্র: ড. মোহাম্মদ আমীন, বাংলা শব্দের পৌরাণিক উৎস, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা। 

সাধারণ জ্ঞান সমগ্র

Language
error: Content is protected !!