ড. মোহাম্মদ আমীন
অঞ্জলি শব্দের আভিধানিক অর্থ করপুট, যুক্তকর, হাতজোড় করে নৈবেদ্য প্রদান প্রভৃতি। একসময় জলপানের জন্য গ্লাস বা পাত্রাদির
বহুল প্রচলন ছিল না। নদী বা পুকুরের পানি বিশুদ্ধ ছিল। অধিকাংশ মানুষ নদী বা পুকুর হতে বা বালতির পানি দুই হাত জড়ো করে তুলে পান করত। এভাবে পানি পান করার সময় দুই হাত বা দুই করের পাঞ্জা সামান্য বেঁকে গিয়ে একটা বিশেষ আধারের বা পাত্রের আকৃতি ধারণ করে। মূলত এ আকৃতিটাই হচ্ছে অঞ্জলি। অঞ্জলি সাধু ভাষায় ব্যবহৃত শব্দ। এর চলিত রূপ ‘আঁজলা’।

এখন অঞ্জলির ব্যবহার শুধু হাত বা কর জড়ো করে জলপানে সীমাবদ্ধ নেই। এটি বাংলা ভাষা ও সাহিত্যে রূপকার্থে বহুল ব্যবহৃত জলপানে তৃষ্ণা মেটানোর মতো একটি মাধুর্যমণ্ডিত শব্দ। যেমন— শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, বর্ণাঞ্জলি, কমলাঞ্জলি, করাঞ্জলি, সংগীতাঞ্জলি প্রভৃতি। অঞ্জলি শব্দটি মূলত শাব্দিক অর্থের চেয়ে আলঙ্করিক অর্থে অধিক ব্যবহৃত হয়। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত অঞ্জলি (অঞ্জ্+অলি) অর্থ (বিশেষ্যে) যুক্তকর, আঁজল, করজোড়, করপুট; ভজনা, সেবা; যুক্তকরে বা যুক্তহাতে প্রদত্ত নৈবেদ্য(শ্রদ্ধাঞ্জলি)।
প্রয়োগ: অঞ্জলি লহ মোর সংগীতে (নজরুল)।
————————————————
————————————————————-
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক