ড. মোহাম্মদ আমীন
অংক নয়, অঙ্ক। তেমনি : অঙ্কন, অঙ্কুর, অঙ্গ।
অংশীদারিত্ব নয়, অংশীদারত্ব
অকষ্মাৎ নয়, অকস্মাৎ
অচিন্ত্যনীয় নয়, অচিন্তনীয়
অন্তর্ভূক্ত নয়, অন্তর্ভুক্ত
০০০
আঙ্গুল নয়, আঙুল (কিন্তু অঙ্গুলি।)
আতংক নয়, আতঙ্ক
আমদানী নয়, আমদানি
আদ্র নয়, আর্দ্র
আস্তাকুঁড় নয়, আঁস্তাকুড়
০০০
ইতিপূর্বে নয়, ইতঃপূর্বে (তবে ইতিপূর্বে অশুদ্ধ প্রয়োগ হিসেবে প্রচলিত)।

ইত্যকার নয়, ইত্যাকার
ইদানিং নয়, ইদানীং
ইয়ত্ত্বা নয়, ইয়ত্তা
০০০
উচিৎ নয়, উচিত (কিন্তু যাবত নয়, যাবৎ)
উচ্চস্বরে নয়, উচ্চৈঃস্বরে/ উচ্চ স্বরে
ঊনিশ নয়, উনিশ (কিন্তু ঊনবিংশ)
উপরোক্ত নয়, উপর্যুক্ত বা উপরিউক্ত
উপলক্ষ নয়, উপলক্ষ্য (তেমনি উপলক্ষ্যে)
০০০
একটি মাত্র নয়, একটিমাত্র
একভূত নয়, একীভূত
এক্ষুণি নয়, এক্ষুনি
এতদ্বারা নয়, এতদ্দ্বারা (দ্দ+ব)
এতৎউদ্দেশ্যে নয়, এতদুদ্দেশ্যে (তেমনি এতদুপলক্ষ্যে)
এতদ্সত্ত্বেও নয়, এতৎসত্ত্বেও
০০০
ঐকবদ্ধ নয়, ঐক্যবদ্ধ
ঐকাগ্র নয়, ঐকাগ্র্য
ঐক্যতান নয়, ঐকতান
ঐক্যমত নয়, ঐকমত্য
ঐক্যতা নয়, ঐক্য/একতা
০০০
ওই রূপ নয়, ওইরূপ
ওঠ বস নয়, ওঠবস
ওৎপাতা নয়, ওঁৎপাতা/ ওত পাতা
ওতঃপ্রোত নয়, ওতপ্রোত
ওষ্ঠ (ওষ্ঠজাত অর্থে) নয়, ওষ্ঠ্য (ওষ্ঠজাত, ওষ্ঠের সাহায্যে উচ্চার্য)
০০০
ঔৎকন্ঠ নয়, ঔৎকণ্ঠ্য (অর্থ উদ্বেগ)
ঔচিত্ত নয়, ঔচিত্য
ঔদ্ধত নয়, ঔদ্ধত্য
ঔপনিষেদিক নয়, ঔপনিষদিক
ঔষুধ নয়, ঔষধ (কিন্তু ওষুধ)
ঔষ্ঠ নয়, ঔষ্ঠ্য
০০০
কটুক্তি নয়, কটূক্তি
কর্ণার নয়, কর্নার
কাঁচ নয়, কাচ
কৌতুহল নয়, কৌতূহল
ক্ষুন্ন নয়, ক্ষুণ্ন (ণ+ন)
ক্ষুণ্নিবৃত্তি নয়, ক্ষুন্নিবৃত্তি (ক্ষুৎ+নিবৃত্তি; ন+ন)
০০০০
খুটিনাটি নয়, খুঁটিনাটি
খুকী নয়, খুকি
খুশী নয়, খুশি
খেলাধূলা নয়, খেলাধুলা
খোলাখোলি নয়, খোলাখুলি
খোঁয়ার নয়, খোঁয়াড়
খ্রিস্টাব্দ নয়, খ্রিষ্টাব্দ
০০০০
গনিত নয়, গণিত
গন্ডুষ নয়, গণ্ডূষ
গরিষ্ট নয়, গরিষ্ঠ
গণ্ডগোল নয়, গন্ডগোল।
গরু নয়, গোরু
গলধঃকরণ নয়, গলাধঃকরণ
গীতাঞ্জলী নয়, গীতাঞ্জলি
০০০
ঘনিষ্ট নয়, ঘনিষ্ঠ
ঘাটি নয়, ঘাঁটি
ঘুনাক্ষলে নয়, ঘুণাক্ষরে
ঘুষ নয়, ঘুস (তেমনি ঘুসখোর)
ঘূর্ণীয়মান নয়, ঘূর্ণ্যমান/ঘূর্ণায়মান
ঘুরাঘুরি নয়, ঘোরাঘুরি
০০০
চত্তর নয়, চত্বর
চলৎশক্তি নয়, চলনশক্তি/চলচ্ছক্তি
চাকরী নয়, চাকরি/চাকুরি
চিক্কন নয়, চিক্কণ
চীৎকার নয়, চিৎকার
০০০
ছাকনি নয়, ছাঁকনি (তেমনি ছাঁকা)
ছাত্রীবাস নয়, ছাত্রীনিবাস
ছিলো নয়, ছিল
ছোয়া নয়, ছোঁয়া
ছোট নয়, ছোটো
ছোটখাট নয়, ছোটোখাটো
ছোড়াছোড়ি নয়, ছোঁড়ছুঁড়ি
০০০
জগৎবিখ্যাত নয়, জগদ্বিখ্যাত
জগবন্ধু নয়, জগদ্বন্ধু
জগত নয়, জগৎ
জাজ্জ্বল্যমান নয়, জাজ্বল্যমান
০০০
দরকারী নয়, দরকারি
দরুণ নয়, দরুন
দারুন নয়, দারুণ
দেশাত্ববোধক নয়, দেশাত্মবোধক
000
নভোচর নয়, নভোশ্চর বা নভোচারী

নিক্কন নয়, নিক্কণ
নিরোগী নয়, নিরোগ
নূন্যতম নয়, ন্যূনতম
নির্ভিক নয়, নির্ভীক
নুপুর নয়, নূপুর
নৈঃশব্দ নয়, নৈঃশব্দ্য (তেমনি নৈঃসঙ্গ্য)
০০০
পক্ক নয়, পক্ব
পটল নয়, পটোল
পদবী নয়, পদবি
পাঠ্যবই নয়, পাঠ্যপুস্তক
প্রশিক্ষন নয়, প্রশিক্ষণ
০০০০
ফলশ্রুতি নয়, লিখুন ফল/ শেষ ফল, ফলাফল (ফলশ্রুতিতে নয়, লিখুন ফলে)
ফলপ্রসু নয়, ফলপ্রসূ
ফেরৎ নয়, ফেরত
বক্ষমান নয়, বক্ষ্যমাণ
বক্ষস্থল নয়, বক্ষঃস্থল
ব্যবহারিক নয়, ব্যাবহারিক
ব্যাতীত নয়, ব্যতীত
০০০
ভবিষ্যত নয়, ভবিষ্যৎ
ভিখারী নয়, ভিখারি
ভুড়ি নয়, ভুঁড়ি ( এর অর্থ পেট, কিন্তু ভূরি অর্থ প্রচুর)
ভুরিভুরি নয়, ভূরি ভূরি
ভূরি ভোজন নয়, ভূরিভোজন
ভৌগলিক নয়, ভৌগোলিক
ভ্রাতগণ নয়, ভ্রাতৃগণ
ভ্রাম্যমান নয়, ভ্রাম্যমাণ
০০০
মনি নয়, মণি
মধ্যাহ্ণ নয়, মধ্যাহ্ন
মরুদ্যান নয়, মরূদ্যান
মনোকষ্ট নয়, মনঃকষ্ট
মনপুত নয়, মনঃপুত
দাঁতের মাড়ি নয়, দাঁতের মাঢ়ী
মুহূর্মুহ নয়, মুহুর্মুহু
মুহুর্ত নয়, মুহূর্ত
মৃণ্ময় নয়, মৃন্ময় (মৃৎ+ ময়)
০০০
যে-ই : যে কোনো ব্যক্তি (সর্বনাম)
যে-কেউ : যে-কেহ (সর্বনাম)
যে-কে-সেই : পূর্ববর্তী অবস্থা (বিশেষ্যে), পূর্বের মতো (বিশেষণে)
যে-কেউ : যে-কেহ (সর্বনাম)
যে-কে-সেই : পূর্ববর্তী অবস্থা (বিশেষ্যে), পূর্বের মতো (বিশেষণে)
যে-কেহ : যে কোনো ব্যক্তি (সর্বনাম)
যে-কোনো : অনির্দিষ্ট কিছু (বিশেষ্য)
যে-কোনোটা : অনির্দিষ্ট কোনো একটি (বিশেষ্য)
যে-কোনো : অনির্দিষ্ট কিছু (বিশেষ্য)
যে-কোনোটা : অনির্দিষ্ট কোনো একটি (বিশেষ্য)
যে- কোনোরকম : বিশেষ কোনো ধরনের নয় এমন, নির্বিশেষ (বিশেষণ)
যে-কোনোরকমে : যে কোনো উপায়ে (ক্রিয়াবিশেষণে)
যেখানে-সেখানে : স্থান বিচার না করে, যত্রতত্র, সর্বত্র (ক্রিয়াবিশেষণে)
যে-কোনোরকমে : যে কোনো উপায়ে (ক্রিয়াবিশেষণে)
যেখানে-সেখানে : স্থান বিচার না করে, যত্রতত্র, সর্বত্র (ক্রিয়াবিশেষণে)
০০০
রংগ নয়, রঙ্গ
রঙ্গিন নয়, রঙিন
রক্তিমতা নয়, রক্তিমা
রগ্ন নয়, রুগ্ণ
রুচিবান নয়, রুচিমান
রূপায়ন নয়, রূপায়ণ
রেস্তোরা নয়, রেস্তোরাঁ
০০০
লক্ষমাত্র নয়, লক্ষ্যমাত্র
লক্ষ্য করা নয়, লক্ষ করা
লক্ষ্যণীয় নয়, লক্ষনীয়
লজ্জাস্কর নয়, লজ্জাকর
লেখালেখি নয়, লেখালিখি
লবন নয়, লবণ
০০০
শহিদ দিবস নয়, শহিদদিবস
শারীরীক নয়, শারীরিক
শিরচ্ছেদ নয়, শিরশ্ছেদ
শ্রদ্ধাঞ্জলী নয়, শ্রদ্ধাঞ্জলি
শিহরণ নয়, শিহরন
শুশ্রুষা নয়, শুশ্রূষা
শিকর নয়, শীকর (কিন্তু শিকড়)
শুণ্য নয়, শূন্য
শ্রেণী নয়, শ্রেণি
০০০
সমিচিন বা সমীচিন নয়, সমীচীন
সহকারি নয়, সহকারী
সরকারী নয়, সরকারি
সার্বজনীন দুর্গাপূজা নয়, সর্বজনীন দুর্গাপূজা
সূচীপত্র নয়, সূচিপত্র
স্থায়ীভাবে নয়, স্থায়িভাবে
স্বরণিকা নয়, স্মরণিকা
০০০
হস্তীতুল নয়, হস্তিতুল্য
হা করা নয়, হাঁ করা
হিরন্ময় নয়, হিরণ্ময় (হিরণ+ময়)
হৃৎরোগ নয়, হৃদ্রোগ (কিন্তু হৃৎপিণ্ড)
রিদ্ধত নয়, হৃদতা