দুষ্ট শব্দের শুদ্ধ বানান/১১
বিসিএস-সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রাত্যহিক যোগাযোগ, কর্মজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অতি প্রয়োজনীয় কিছু বাংলা শব্দের বানান—যা আমাদের অনেকের প্রায়শ ভুল হয়:
অশুদ্ধ — শুদ্ধ
401. পুরষ্কার – পুরস্কার
402. পুর্ন – পূর্ণ
403. পুস্করিনী – পুষ্করিণী
404. পূজো – পুজো
405. পূবালী – পুবালি
406. পূর্ণগঠন – পুনর্গঠন
407. পৈত্রিক – পৈতৃক
408. পোষাক – পোশাক
409. পৌনঃপৌনিক – পৌনঃপুনিক
410. পৌরহিত্য – পৌরোহিত্য
411. প্রজ্জলন – প্রজ্বলন
412. প্রজ্জলিত – প্রজ্বলিত
413. প্রণয়ণ – প্রণয়ন
414. প্রতিকুল – প্রতিকূল
415. প্রতিযোগীতা – প্রতিযোগিতা
416. প্রত্যায়ণ – প্রত্যয়ন
417. প্রথমতঃ – প্রথমত
418. প্রধানতঃ – প্রধানত
419. প্রনালী – প্রণালী
420. প্রনিধান – প্রণিধান
421. প্রবাহমাণ – প্রবহমান
422. প্রবীন – প্রবীণ
423. প্রভুত – প্রভূত
424. প্রয়ান – প্রয়াণ
425. প্রশস্থ – প্রশস্ত
426. প্রসংগ – প্রসঙ্গ
427. প্রসংশা – প্রশংসা
428. প্রাংগন – প্রাঙ্গণ
429. প্রাণপন – প্রাণপণ
430. প্রানীজগৎ – প্রাণিজগৎ
431. প্রানীবিদ্যা – প্রাণিবিদ্যা
432. ফলতঃ – ফলত
433. ফলপ্রসু – ফলপ্রসূ
434. ফাল্গুণ – ফাল্গুন
435. ফেব্রুয়ারী – ফেব্রুয়ারি
436. বংগ – বঙ্গ
437. বনষ্পতি – বনস্পতি
438. বনিক – বণিক
439. বন্টন – বণ্টন
440. বন্দোপাধ্যায় – বন্দ্যোপাধ্যায়
441. বয়ষ্ক – বয়স্ক
442. বয়োকনিষ্ট – বয়ঃকনিষ্ঠ
443. বর্ণালী – বর্ণালি
444. বর্ত্তমান – বর্তমান
445. বর্ষন – বর্ষণ
446. বাঁশী – বাঁশি
447. বাকদত্তা – বাগদত্তা
448. বাঞ্চনীয় – বাঞ্ছনীয়
449. বাঞ্চা – বাঞ্ছা
450. বাড়ী – বাড়ি