অথই বনাম অথৈ

অথই  এবং অথৈ
‘অথই’ ও ‘অথৈ’ উভয় শব্দের বানান ভিন্ন, তবে অর্থ অভিন্ন। শব্দ-দুটোর অর্থ — অতলস্পর্শ, গভীর, তল পাওয়া যায় না এমন। তবে বানান-দুটোর মধ্যে ‘অথই’ বানানই প্রমিত। ‘থই’ শব্দের বানান ‘থৈ’ লেখা যায় না। এখন ‘বউ’ শব্দের বানান যেমন ‘বৌ’ লেখা সংগত নয়— তেমনি ‘অথৈ’ শব্দের বানানও ‘অথৈ’ লেখাও সংগত নয়। যদিও আগে ‘অথৈ’ বানান প্রচলিত ছিল। ‘বৌ’ বনান পরিবর্তন হওয়ার সময় ‘অথৈ’ বানানটিও বদলে গেছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘অথৈ’ বানানকে বাদ দিয়ে কেবল ‘অথই’ বানানকে প্রমিত করা হয়েছে। 

Language
error: Content is protected !!