ড. মোহাম্মদ আমীন
সংস্কৃত ‘অধঃ (উচ্চারণ: অধোহ্)’ অর্থ বিশেষ্যে পাতাল; বাংলায় বিশেষণে নিম্ন, নিম্নস্থ। নিম্নের স্থান, নৈতিক স্খলন প্রভতি অর্থে ‘অধঃ’ বিভিন্ন শব্দের আগে সেঁটে বসে। যেমন: অধঃপতন, অধঃপতিত, অধঃপাত, অধঃস্থ, অধঃস্থিত। নিম্ন স্থান বা নিম্ন মর্যাদা প্রভৃতি প্রকাশে ‘অধঃ’ যুক্ত শব্দের সঙ্গে স্থ থাকে। যেমন: অধঃস্থ, অধঃস্থিত।
অধঃস্থ অর্থ বিশেষণে নিচে আছে এমন, নিম্নস্থিত, অধীন, পদমর্যাদায় নিম্নে অবস্থিত, অধস্তন। সুতরাং, ‘অধঃস্থ’ ও ‘অধস্তন’ সমার্থক। অনেকে ‘অধঃস্থ’ ও ‘অধস্তন’ অর্থে অধঃস্তন লিখে থাকেন। এটি অশুদ্ধ। মনে রাখতে হবে, অধস্তন= অধস্+তন। তন অর্থ পদমর্যাদা। সুতরাং, ‘অধস্তন’ অর্থ বিশেষণে নিম্ন পদস্থ, পদমর্যাদায় নিম্নে অবস্থিত। কিন্তু অধঃস্তন= অধঃ+স্তন; মানে নিচে অবস্থিত স্তন। সুতরাং, অধস্তন আর অধঃস্তন সমার্থক নয়। অধঃস্থ আর অধস্তনই সমার্থক।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক