ড. মোহাম্মদ আমীন
অনিশ্চিত কূপ
জানতে চাই অনিশ্চিত কূপ (Wildcat Well) কী?
অনিশ্চিত কূপ (Wildcat Well) হলো তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য খননকৃত পরীক্ষামূলক কূপ— যা আদৌ উৎপাদনশীল হবে কি না তা এখনও প্রমাণিত হয়নি। আবার অপ্রমাণিত কোনো অঞ্চলে অর্থাৎ কখনো তেল বা গ্যাস পাওয়া যায়নি এমন কোনো অবস্থানে খননকৃত কূপকেও অনিশ্চিত কূপ বলা হয়।
বাংলাদেশে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঊর্ধ্বভাঁজে ১৯১৪ খ্রিষ্টাব্দে প্রথম অনিশ্চিত কূপ খনন করা হয়। ওই কূপ ৭৬২ মিটার গভীর পর্যন্ত খোঁড়া হয়। প্রথম উপকূলীয় অনিশ্চিত কূপটি খনন করা হয় বঙ্গোপসাগরের সোপান অঞ্চলে ১৯৭৪-৭৫ খ্রিষ্টাব্দে। বিদেশি ৬টি তেল কোম্পানি বাংলাদেশ সরকারের সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তির ভিত্তিতে কূপটি খনন করে।
এ পর্যন্ত বাংলাদেশের ভূভাগে ৫৩টি এবং উপকূলীয় অঞ্চলে ১৩টি অনিশ্চিত কূপ খনন করা হয়েছে। যার ফলে ভূভাগে ২২টি এবং উপকূলীয় অঞ্চলে দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। তেল ও গ্যাস আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের অনুপাত বিশ্বে সর্বোচ্চ। সারা বিশ্বে সাফল্যের অনুপাত ১:১০, বাংলাদেশে তা ১:৩.০৪।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
———————————————-