অনুসরণ বনাম অনুকরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে বাক্যে বিশ্যেষ হিসেবে ব্যবহৃত ‘অনুকরণ’ শব্দের অর্থ— নকল, সদৃশীকরণ; অনুসরণ, অনুরূপ আচরণ প্রভৃতি। অন্যদিকে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘অনুসরণ’ শব্দের অর্থ— অনুগমন, অনুরূপ আচরণ, অনুকরণ প্রভৃতি। অর্থ পর্যালোচনা করলে দেখা যায়—শব্দ-দুটির অভিধার্থে যথেষ্ট মিল রয়েছে।
এরা এমন দুটি শব্দ, যারা পরস্পর অনুকরণযোগ্য এবং একই সঙ্গে অনুসরণযোগ্য। বানানের মধ্যেও কেবল ‘স’ আর ‘ক’ ছাড়া কোনো ভিন্নতা নেই।
অনেক ক্ষেত্রে ‘অনুসরণ’ ও ‘অনুকরণ’ শব্দ দুটিকে সমার্থ হিসেবে ব্যবহার করা যায়। তবে শব্দ দুটির ব্যবহারে যথেষ্ট পার্থক্য রয়েছে। যা প্রয়োগকালীন সতর্কতার সঙ্গে বিবেচনার দাবি রাখে। অনুকরণ হচ্ছে ‘অনুরূপ-করণ’। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে রকম কাজ কাজ করে, ঠিক একই রকম কাজ একইভাবে একই কৌশলে কোনো স্বকীয়তা বা নিজস্ব চিন্তা-চেতনা ছাড়া করাই হচ্ছে অনুকরণ। অর্থাৎ, ‘নকল’ বা ‘সদৃশীকরণ’ অর্থে ‘অনুকরণ’ শব্দটি ব্যবহার করা হয়। আবার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে চিন্তা-চেতনা নিয়ে কাজ করে, সেই চিন্তা-চেতনা অনুকরণ করাই হচ্ছে ‘অনুসরণ’। অর্থাৎ, ‘অনুগমন’ অর্থে ‘অনুসরণ’ শব্দটি ব্যবহার করা হয়। নিচের উদাহরণগুলো লক্ষ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে:
১) তুমি আমার খাতা থেকে অনুকরণ করছ কেন?
২) তোমরা আমাকে অনুসরণ করে আমার পেছন পেছন আসবে।
৩) জ্ঞানীদের রচিত পথ অনুসরণই আমার ব্রত।
৪) কাকাতুয়ার মতো অনুকরণ করো না।
সূত্র : বাংলা বানান কোথায় কী লিখবেন, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।