অনুগত বনাম বাধ্যগত
‘বাধ্যগত’ শব্দটি প্রায়োগ এবং ব্যাকরণ— উভয় বিবেচনায় অশুদ্ধ। অথচ শব্দটি অনেকে শুদ্ধ মনে করে লিখে থাকেন। বিশেষে করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা দরখাস্তে
‘বাধ্যগত’ শব্দটির বহুল ব্যবহার লক্ষণীয়। ব্যাকরণমতে, ‘অনুগত’ শব্দের প্রতিশব্দ হিসেবে ‘বাধ্যগত’ লেখা ভুল। কেননা, ‘অনুগমন’ শব্দ হতে ‘অনুগত’ শব্দের উৎপত্তি। যিনি অনুগমন করেন তিনি অনুগত। সে হিসেবে যিনি বাধ্যগমন করে তিনি হবেন—বাধ্যগামী। এটি হাস্যকর। ‘বাধ্যগমন’ বলতে কোনো শব্দ যেহেতু বাংলা ভাষায় নেই, সেহেতু ‘বাধ্যগত’ শব্দও থাকতে পারে না। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘বাধ্যগত’ শব্দটি নেই। এতক্ষণ যা বললাম, তা কেতাবের বিবেচনা। বাধ্যগত শব্দটি যেহেতু সাধারণ্যে বহুল প্রচলিত, সেহেতু এটির ব্যবহার সহজে রোধ করা যাবে বলে মনে হয় না।
ড. মোহাম্মদ আমীন, প্রমিত বাংলা ব্যাকরণ, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।