ড. মোহাম্মদ আমীন
সংস্কৃত ‘আনুনাসিক (অনুনাসা+ইক)’ অর্থ বিশেষণে— নাকের সাহয্যে উচ্চারিত; যা নাকের সাহায্যে উচ্চারণ করা হয় তা আনুনাসিক। এর সমার্থক — সানুনাসিক (সহ+অনুনাসিক)। সানুনাসিক শব্দের অভিধান নির্দেশিত অর্থ বিশেষণে— নাসিকা থেকে উচ্চারিত, নাকিসুরযুক্ত। সংস্কৃত ‘অনুনাসিক (অনু+নাসিক)’ অর্থ বিশেষণে নাকি, খোনা, (ব্যাকরণিক পরিভাষায়) নাসিকার সাহায্যে উচ্চার্য (অনুনাসিক বর্ণ, ঙ, ঞ, ন, ম, ং )।
ব্যাকরণগতভাবে শুদ্ধ হোক বা না হোক নাকের সাহায্যে যে-কোনো শব্দ উচ্চারণ করা যায়। নাকের সাহায্যে যে ধ্বনিই উচ্চারণ করা হোক না, সেটি আনুনাসিক। যেমন: তেতালা শব্দে অনুনাসিক বর্ণ নেই। তাই অনুনাসিক উচ্চারণ বিধেয় নয়। তবে কেউ ইচ্ছে করলে উচ্চারণ করতে পারেন: তেঁতাঁলা। এমন উচ্চারণকে আনুনাসিক বলা যাবে।যদিও তা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। তাই অনুনাসিক বলা যাবে না।
অন্যদিকে, যা নাকের সাহায্যে উচ্চারণ করা বিধেয় এবং অনুরূপ না করলে ব্যাকরণগতভাবে ভুল গণ্য করা হয়— তা অনুনাসিক। ঙ, ঞ, ন, ম, ং প্রভৃতি অনুনাসিক বর্ণ; অর্থাৎ নাকের সাহায্যে উচ্চার্য। এগুলো নাকের সাহায্যে উচ্চারণ না করলে ভুল হবে।
নাকের সাহায্যে উচ্চারিত সব ধ্বনিই আনুনাসিক হতে পারে, কিন্তু ব্যাকরণগতভাবে শুদ্ধ না হলে তা অনুনাসিক হবে না। অনুনাসিক ব্যাকরণিক নির্দেশনার উপর নির্ভরশীল। অন্যদিকে, আনুনাসিক কেবল উচ্চারণের সঙ্গে জড়িত। অতএব, ব্যাকরণে নাকের সাহায্যে উচ্চার্য প্রকাশে অনুনাসিক লিখুন, আনুনাসিক নয়।
সঠিক ও ঠিক
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা ‘সঠিক’ শব্দের অর্থ নির্ভুল, প্রকৃত প্রভৃতি। সংস্কৃত ‘স্থিত’ শব্দ থেকে উদ্ভূত তৎসম ‘ঠিক’ শব্দের অর্থ সত্য, নির্ভুল, স্থিরকৃত, সম্পূর্ণ, হুবহু, প্রস্তুত, পরিপাটি প্রভৃতি। সুতরাং উভয় শব্দ সমার্থক। অনেকে মনে করেন (একসময় আমিও মনে করতাম), ‘সঠিক’ শব্দটি শুদ্ধ নয়; বাহুল্য এবং অপপ্রয়োগ। তাঁদের মতে, ‘সঠিক’ শব্দের ‘স’ একটি উপসর্গ। আসলে এ ধারণা সঠিক নয়। ‘ঠিক’ ও ‘সঠিক’ দুটি ভিন্ন শব্দ এবং সমার্থক। তাই শব্দ হিসেবে ‘সঠিক’ অবশ্যই ঠিক। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও ‘সঠিক’ শব্দটি প্রমিত হিসেবে পৃথক ভুক্তিতে স্থান পেয়েছে।
———–
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা