অনুপস্থিত বনাম অবর্তমান

অনুপস্থিত ও অবর্তমান 
‘অনুপস্থিত’ এবং ‘অবর্তমান’ দুটো ভিন্নার্থক শব্দ। শব্দ দুটোর অর্থ যেমন ব্যাপক তেমন সুদূরপ্রসারী। অনুপস্থিত ব্যক্তি তার অনুপস্থিতির অবসান ঘটিয়ে উপস্থিত হতে পারেন। যেমন : ‘মন্ত্রী এখনও সভাস্থলে উপস্থিত হননি তবে, আশা করা যায় তিনি কয়েক মিনিটের মধ্যে সভায় আমাদের সঙ্গে যোগ দেবেন।’ অন্যদিকে ‘অবর্তমান’ অর্থ মৃত ব্যক্তি, যিনি কখনো উপস্থিত হতে পারেন না বা পারবেন না। প্রয়োগ : জাহিদ তার অবর্তমান-বাবার সব সম্পত্তির মালিক হয়েছে। আর একটি বাক্য দেখুন : প্রধান অতিথির অবর্তমানে বিশেষ অতিথি সাহেব প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এ বাক্যে ‘অবর্তমানে’ শব্দটি ব্যবহার করা আদৌ উচিত হয়নি। এটি ব্যবহার করায় বাক্যটির অন্তর্নিহিত অর্থ হয়েছে : “প্রধান অতিথির মৃত্যুতে বিশেষ অতিথি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন।”

সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা বানান কোথায় কী লিখবেন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

আরো পড়ার জন্য : এখানে ক্লিক করুন।

অনুকরণ বনাম অনুসরণ

Language
error: Content is protected !!