ড. মোহাম্মদ আমীন
বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘অনুসন্ধান (অনু+সম্+√ধা+অন)’ শব্দের অর্থ : অন্বেষণ, খোঁজ, গবেষণা প্রভৃতি। এবার এই তিন শব্দের পদার্থ দেখা যাক :
১. অন্বেষণ ; দেশব্যাপী সৃজনশীল মেধা অনুসন্ধান (অন্বেষণ)– প্রতিযোগিতা চলছে।
২. খোঁজ ; শব্দটি গুগলে অনুসন্ধান (খোঁজ) করে দেখতে পার।
৩. গবেষণা : তিনি তিন বছর অনুসন্ধান (গবেষণা ) করে তথ্যগুলো সংগ্রহ করেছেন।
বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘অন্বেষণ’ (অনু+√ইষ্+অন) শব্দের অর্থ : অনুসন্ধান, খোঁজ, তালাশ, গবেষণা প্রভৃতি।অনুসন্ধান শব্দের তিনটি ও অন্বেষণের চারটি অর্থের মধ্যে ‘তালাশ’ ছাড়া বাকি তিনটি অভিন্ন। এবার দেখা যাক, তালাশ শব্দের অর্থ কী? তুর্কি তালাশ শব্দের অর্থ খোঁজ, সন্ধান, অনুসন্ধান প্রভৃতি। অতএব, তালাশ শব্দটিও অনুসন্ধান, অন্বেষণ ও সন্ধান শব্দের সমার্থক।
উপরের তিনটি বাক্যে অনুসন্ধান শব্দের স্থানে অন্বেষণ দিলে কেমন হয় দেখা যাক :
৪. অনুসন্ধান; দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ (অনুসন্ধান)– প্রতিযোগিতা চলছে।
৫. খোঁজ : শব্দটি গুগলে অন্বেষণ (খোঁজ) করে দেখতে পার।
৬. তালাশ; তাকে এখন অন্বেষণ (তালাশ) করে কোনো লাভ নেই, সে ধরাছোঁয়ার বাইরে।
৭. গবেষণা : তিনি তিন বছর অন্বেষণ (গবেষণা) করে তথ্যগুলো সংগ্রহ করেছেন।
বাক্যসমূহে দুটি শব্দ ব্যবহার করার পরও অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু বাক্যের পরিবেশনাগত সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হয়েছে। আমি মনে করি, ৫ নম্বর ও ৭ নম্বর বাক্যে অন্বেষণ পদটির চেয়ে অনুসন্ধান অধিক শোভাময় হতো। ৬ নম্বর বাক্যে ‘তালাশ’ ২ নম্বর এবং ৫ নম্বর বাক্যে ‘খোঁজ শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য আরো বৃদ্ধি পেত।
এবার যাই, ‘সন্ধান’ শব্দের অর্থের সন্ধানে। বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত সন্ধান (সম্ + √ধা+অন) শব্দের বহুল ব্যবহৃত ও পরিচিত অর্থ : খোঁজ, অন্বেষণ, ঠিকানা প্রভৃতি। এ ছাড়া আরও কিছু কিছু ক্ষেত্রে সন্ধান শব্দটি গোপন প্রবেশদ্বার, রহস্য, তথ্য, যোজনা (শরসন্ধান), চোলাই, মিশ্রণ, সন্ধি, বসন প্রভৃতি অর্থ প্রকাশেও ব্যবহৃত হয়। এগুলো বর্ণিত প্রবন্ধে প্রযোজ্য নয় বলে আলোচনা করা হলো না। বহুল প্রচলিত অর্থে সন্ধানের প্রয়োগ দেখা যাক :
৮. খোঁজ; শব্দটি গুগলে সন্ধান (খোঁজ) করে দেখতে পার। মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে –
৯. অন্বেষণ : তথ্যের সন্ধানে (অন্বেষণ ) ছুটছে সাংবাদিক।
১০. অনুসন্ধান : দেশব্যাপী সৃজনশীল মেধা সন্ধান (অনুসন্ধান) প্রতিযোগিতা চলছে।
১০. ঠিকানা; তার সন্ধান (ঠিকানা) আমার জানা নেই।
[এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই,
স্বপনের সিঁড়ি দিয়ে এখানে পৌঁছে আমি যাই।
১১. তালাশ; ডাকাতের সন্ধানে (তালাশ) পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
উপরের আলোচনায় দেখা যায়, অনুসন্ধান, অন্বেষণ, সন্ধান, খোঁজ, তালাশ প্রভৃতি সমার্থক তবে সন্ধান শব্দটির অর্থ আরো ব্যাপক এবং বহুমাত্রিক।‘তার সন্ধান জানি না’ শব্দের অর্থ হতে পারে ‘তার ঠিকানা জানি না’, এটি সত্য হলে, এই বাক্যে ‘অনুসন্ধান’ বা ‘অন্বেষণ’ প্রয়োগ সমীচীন হবে না। সুতরাং,
কেবল সমার্থক হলে বাক্যে ইচ্ছেমতো শব্দ বসানো যায় না। এতে শুধু অর্থের হানি ঘটে তা নয়, বাক্যের সৌন্দর্য এবং যোগাযোগের মাধুর্যেও ব্যাঘাত ঘটে। যেমন : অনুসন্ধান শেষ হলে ঘটনা জানা যাবে। বাক্যটিতে ‘অনুসন্ধান’ পদের স্থলে ‘সন্ধান’ বা অন্বেষণ দিলে অর্থের হানি না ঘটলেও মঞ্জুপ্রকাশের হানি ঘটে।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১