ড. মোহাম্মদ আমীন
অপদস্থ ও অ-পদস্থ
অভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ এবং আভ্যন্তর ও আভ্যন্তরিক
অভ্যন্তর + অ = আভ্যন্তর; অভ্যন্তর + ঈন = অভ্যন্তরীণ; অভ্যন্তর + ইক = আভ্যন্তরিক। আভ্যন্তরীণ শব্দটি সংস্কৃতমতে অসিদ্ধ, তবে বহুল প্রচলিত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে অভ্যন্তরীণ শব্দকে প্রমিত নির্দেশ করা হয়েছে। বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত অভ্যন্তরীণ শব্দের অর্থ মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন, ভেতরের প্রভৃতি। অবশ্য মানসিক অবস্থা প্রকাশেও শব্দটির ব্যবহার দেখা যায়। যেমন: আমার অভ্যন্তরীণ অবস্থা ভালো নয়। অন্যদিকে আভ্যন্তরীণ শব্দটি বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে রাখা হয়নি। তবে আভ্যন্তরিক শব্দটি রয়েছে। বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত আভ্যন্তরিক শব্দের অর্থ অভ্যন্তরস্থ, অভ্যন্তরীণ।
এক কথা ও এককথা
এক কথা বাগ্্ভঙ্গির অর্থ যে কথার নড়চড় হয় না। যেমন: করিম সাহেব এক কথার লোক, দুনিয়া উলটে গেলেও তিনি তার কথা রাখবেন। এককথা শব্দের অর্থ সংক্ষিপ্ত। যেমন: ‘ যে অন্যের কন্ঠ নকল করে কথা বলতে পারে’,এককথায় তাকে ‘হরবোলা’ বলা হয়।
উহ্য ও ঊহ্য
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা