ড. মোহাম্মদ আমীন
অপ্রস্তুত প্রশংসা : যেখানে অপ্রস্তুত বিষয়ের বর্ণনা দ্বারা প্রস্তুত বিষয়ের প্রতীতি হয়, সেখানে অপ্রস্তুত প্রশংসা অলংকার রূপ লাভ করে। যেমন প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্র-হীন/ফুটিয়াছে ফুল এক অতিশয় দীন//ধিক ধিক করে তারে কাননে সবাই,/সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।
উৎস: বাংলা ব্যাকরণ অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।
বাংলা ব্যাকরণ সমগ্র : ড. মোহাম্মদ আমীনের বাংলা বানান ও ব্যাকরণবিষয়ক বই