একদিঠ : স্থিরনেত্র।
একনরি : এক প্যাঁচবিশিষ্ট।
এক নলা : খাওয়ার সময় একবারে যে পরিমাণ খাদ্য মুখে দেওয়া হয়, লোকমা, গ্রাস।
একনলা : একনলবিশিষ্ট।
একান্ন : ৫১
একান্ন : যে ব্যক্তি দিনে একবারমাত্র অন্ন গ্রহণ করে, একত্রআহার, যৌথ পরিবারভুক্ত।
এ কি : বিস্ময়সূচক শব্দ।
এ কী : এই বিষয়টা কী?
ঐকৈক : একাকী, একক, একের পর এক।
এণাক্ষী : হরিণের মতো চোখবিশিষ্ট।
ঐণিক : হরিণ শিকারি।
একাকি কিন্তু একাকিত্ব
এক্ষণ কিন্তু এক্ষুনি, এখুনি।
এক কুড়ি কিন্তু একহালি।
ওলা : চিনির নাড়ুবিশেষ, শিলাবৃষ্টি
ওলা : অবতরণ করা, নামানো।
কাল রাত : আগামীকাল বা গতকালের রাত।
কালো রাত : অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার রাত।
কালরাত : ‘যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে, ভয়ঙ্কর রাত্রি। ] আমি লিখব ‘কালরাত’।
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :
মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য
হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য
পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ
ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল
তৈরি তৈরী দুঃসংবাদ