অবান্তর লিঙ্গান্তর
মো. নুরুজ্জামান, সহকারী অধ্যাপক
যে শব্দগুলো লিঙ্গ নিরপেক্ষ সেগুলোর লিঙ্গ নির্ধারণ করা মানেই ভাষা বিকৃত করা বলে আমার কাছে মনে হয়। অনেক ভাষা পণ্ডিত যদিও তা এখনো ব্যবহার করে চলেছেন।আমার মতে লিঙ্গ নিরপেক্ষ কিছু শব্দ নিচে উল্লেখ করা হলো:

শিক্ষক, কবি, লেখক, গায়ক, নায়ক, সভাপতি, মন্ত্রী, চালক, দর্শক, প্রদর্শক, শ্রোতা, সদস্য, বাদক, অধ্যাপক, প্রভাষক, চিকিৎসক, পরিচালক, অভিভাবক, পাঠক , নাটক, ডাক্তার, কসাই, দোকানদার, দাতা,ক্রেতা, বিক্রেতা, ছাত্র, জেলে, ধোপা, বেদে, কৃষক, সাংবাদিক, সম্পাদক, নেতা, অভিনেতা, শিল্পী, পণ্ডিত, খেলোয়াড়, জাদুকর, কর্মকার, নাপিত, স্বর্ণকার, ভাষ্যকার, ঘোষক, সমালোচক, শ্রমিক, ন্যায়পাল, গীতিকার, সুরকার, ছড়াকার, বক্তা, যোদ্ধা, প্রেমিক, ব্যবসায়ী, মাঝি,রোগী, ভিক্ষুক, পথিক, নাবিক, নভোচারী, আগন্তুক, প্রশিক্ষক, চামচা, পাগল, চাকর, রাখাল, পালক, পোষ্য, নাস্তিক, দর্জি, ঘরামি, টোকাই, মাস্তান, চোর, ডাকাত, দস্যু, খুনি, ধর্ষক, ছিনতাইকারী, বিচারক, পুলিশ,, চৌকিদার, দফাদার, পাহারাদার, জোগানদার, প্রকাশক, প্রশাসক, আচার্য, লাঠিয়াল, কোচয়ান, কুলি, মজুর, ঘটক, পাইলট, গাড়োয়ান, দারোয়ান, বাবুর্চি, ঝাড়ুদার, মালি, সেবক, ইজারাদার, উদোক্তা, বাহক, গ্রাহক, মিস্ত্রি, ঠাটারী, কাঠুরে, মুচি, মুটে, কামার, চামার, ঢুলি, ঠিকাদার, টিকাদার, পাচক,বেয়ারা, সাপুড়ে, গ্রন্থকার, নাট্যকার, গল্পকার, রূপকার, লিপিকার, জামিনদার, চিত্রকর,পটুয়া, উকিল, মোক্তার, চাষী, যোগানদার, রাঁধুনি, সচিব, উপস্থাপক, সঞ্চালক, কারিগর, সর্দার, বাদী, আসামী, অপরাধী, দোষী ইত্যাদি।
উপরিউক্ত শব্দগুলোর নারী বা পুরুষ রূপ দেয়া নিরর্থক। যেমন প্রথম শব্দটি শিক্ষক। যিনি শিক্ষা দেন তিনিই শিক্ষক। এখানে পুরুষ বা মহিলা কেন ভাবা হবে? আর যদি ভাবাই হয়, তাহলে তৃতীয়লিঙ্গ বা হিজড়াদের কথাও ভাবা উচিত। হিজড়ারা শিক্ষক হতে পারবে না এমন বিধানতো পৃথিবীর কোথাও নেই।
লেখক: মো. নুরুজ্জামান, সহকারী অধ্যাপক, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।