ড. মোহাম্মদ আমীন
বাংলা বর্ণমালা পরপর যেভাবে সজ্জিত থাকে তাকে সাধারণ বর্ণানুক্রম বা বর্ণমালাক্রম বা শুধু বর্ণক্রম বলা হয়। এই বর্ণক্রম নিম্নরূপ:
অ আ ই ঈ
উ ঊ ঋ
এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল শ ষ
স হ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
অভিধানের বর্ণনুক্রম সাধারণ বর্ণানুক্রমের চেয়ে কিছুটা ভিন্ন। অভিধানে যেভাবে বর্ণমালার ক্রম বিন্যস্ত করা হয় তাকে আভিধানিক বর্ণক্রম বলা হয়। যেসব শব্দের বানান ‘অ’ দিয়ে শুরু অভিধানে সে শব্দগুলো সাধারণ বর্ণক্রমের মতো আগে থাকে। এরপর ক্রমান্বয়ে আসে ‘আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ।ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে প্রতিটি ব্যঞ্জনের সঙ্গে া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ প্রভৃতি চিহ্ন সাধারণ বর্ণক্রম অনুসারে যুক্ত হয়ে পরপর সাজানো থাকে। তবে আভিধানিক বর্ণানুক্রম বা আভিধানিক বর্ণক্রম সাধারণ বর্ণানুক্রমের চেয়ে কিছুটা ভিন্ন। নিম্নে অভিধানে অন্তর্ভুক্ত শব্দের বর্ণানুক্রম দেওয়া হলো:
অ আ ই ঈ
উ ঊ ঋ
এ ঐ ও ঔ ( ং ঃ ঁ)
ক (ক্ষ) খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড (ড়) ঢ (ঢ়) ণ
ত (ৎ) থ দ ধ ন
প ফ ব ভ ম
য (য়) র ল শ ষ স হ
——————
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন