
শাস্ত্র প্রভৃতি। সুতরাং, বই ও গ্রন্থ পরস্পর সমার্থক। বাংলা ‘বই’ ও সংস্কৃত ‘মেলা’ শব্দের মিলনে গঠিত ‘বইমেলা’ শব্দের অর্থ— গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয়ের স্থান। প্রসঙ্গত, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কেবল ‘বইমেলা’ শব্দটি রয়েছে। অন্যদিকে, একই অভিধানমতে, ‘গ্রন্থমেলা’ শব্দের অর্থ— বিক্রয় ও প্রচারের উদ্দেশ্যে পুস্তকের প্রদর্শনী, বইমেলা ইত্যাদি। সুতরাং বই আর গ্রন্থ শব্দের মতো ‘বইমেলা’ ও ‘গ্রন্থেমেলা’ শব্দও পরস্পর অভিন্নভাবে সমার্থক এবং নির্বিচারে অভিন্নার্থে প্রয়োগযোগ্য। প্রসঙ্গত, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘বই মেলা’ ও ‘গ্রন্থ মেলা’ কথাগুলো ভুক্ত করা হয়নি। তবে অনেকে লিখেন, বই মেলা। এক্ষেত্রে ‘মেলা’ শব্দের উপযুক্ত প্রায়োগিক অর্থ বিবেচনায় ‘বই মেলা’ বা ‘গ্রন্থ মেলা’ কথাটির অর্থ হয়ে যায়— প্রচুর বই বা প্রচুর গ্রন্থ কিংবা বিছানো বই, ছড়ানো বই, ছিটানো বই, বই জোটা, বই পাওয়া ইত্যাদি।

সদৃশ হওয়া (জুড়ি মেলা), শুদ্ধ হওয়া (অঙ্কের উত্তর মেলা), তুলনা করা (মিলিয়ে দেখা), অভিন্নতা পরীক্ষা করা (স্বাক্ষর মেলানো)। এই ভুক্তিমতে, ‘বই মেলা’ কথার অর্থ হয়— বই জোটা, বই পাওয়া ইত্যাদি। চতুর্থ ভুক্তিমতে, বাক্যে ক্রিয়াবিশেষ্য হিসেবে ব্যবহৃত বাংলা ‘মেলা’ শব্দের অর্থ— উন্মীলিত করা (চোখ মেলা), বিছানো (চাদর মেলা), ছড়ানো (বই মেলা)। এ ‘মেলা’ শব্দের সঙ্গে ‘বই মেলা’ শব্দের অর্থ সমধিক যুক্তিপূর্ণ। সেক্ষেত্রে ‘বই মেলা’ বা গ্রন্থ মেলা কথার অর্থ হয়— বই খোলা, ছড়ানো বই, ছিটানো কিংবা বিছানো বই। অতএব, বই বিক্রি বা প্রদর্শনী প্রকাশে ‘বই মেলা’ বা ‘গ্রন্থ মেলা’ লেখা শুদ্ধ হবে না। দুটো পরস্পর সেঁটে লিখতে হবে যথাক্রমে ‘বইমেলা’ ও ‘গ্রন্থমেলা’।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ