অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক সমসাময়িক প্রশাসনিক ও প্রাশাসনিক
‘রাজনীতি’ শব্দের সঙ্গে ‘ইক’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে রাজনীতিক (রাজনীতি+ ইক = রাজনীতিক)। অন্যদিকে, ‘নীতি’ শব্দের সঙ্গে ‘ইক্’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘নৈতিক’ এবং ‘নৈতিক’ শব্দের সঙ্গে ‘রাজ’ যুক্ত হয়ে গঠিত হয়েছে রাজনৈতিক [রাজ + (নীতি + ইক) = রাজ+ নৈতিক = রাজনৈতিক]।সুতরাং, ব্যাকরণগতভাবে ‘রাজনীতিক’ ও ‘রাজনৈতিক’ দুটোই শুদ্ধ।
ড. মোহাম্মদ আমীন
রাজনৈতিক অর্থনৈতিক:
কেন্দ্র+ইক = কৈন্দ্রিক | তেমনি: নীতি +ইক = নৈতিক | ||
কেশ+ ইক = কৈশিক | সুতরাং, রাজ + (নীতি + ইক) = রাজ+ নৈতিক = রাজনৈতিক | ||
গিরি+ইক = গৈরিক | আবার; রাজনীতি+ ইক = রাজনীতিক | ||
চিত্ত+ ইক= চৈত্তিক |
|
||
চৈত্রী+ ইক= চৈত্রিক | সেভাবে; অর্থ + (নীতি+ ইক) = অর্থ+ নৈতিক = অর্থনৈতিক | ||
চীন+ইক = চৈনিক | আবার অর্থনীতি + ইক= আর্থনৈতিক | ||
জীবন+ইক = জৈবনিক | অর্থ + (নীতি+ ইক) = অর্থ+ নৈতিক = অর্থনৈতিক
|
||
বিষয়+ইক = বৈষয়িক | |||
বিষয়+ইক = বৈষয়িক | |||
বিচার+ ইক= বৈচারিক |
সুতরাং রাজনৈতিক, রাজনীতিক, অর্থনৈতিক, আর্থনীতিক সবকটি শুদ্ধ।
এক্ষুণি চৌকশ নিমোনিক ধরণ ধারণ নিমোনিক অগ্নিকন্যা রুপাভুঁড়ি ভূড়ি নিমোনিক আপনার নামের অর্থ
কূটনৈতিক :
উৎপাত +ইক =ঔৎপাতিক | উপনিবেশ+ ইক = ঔপনিবেশিক |
উৎসর্গ+ইক= ঔৎসর্গিক, | উপমা+ইক = ঔপমিক |
উত্তরপদ+ইক = ঔত্তরপাদিক | উপায়+ইক= ঔপয়িক |
ওদন+ইক = ঔদনিক | উপসর্গ+ইক= ঔপসর্গিক |
উদ্ধার+ইক = ঔদ্ধারিক | |
উপকূল+ইক= ঔপকূলিক | |
উপাচার+ইক = ঔপাচারিক | |
উপদেশ+ইক = ঔপদেশিক | |
উপন্যাস+ইক = ঔপন্যাসিক |
কিন্তু অভিধানে এমন শব্দ আমি পাইনি। অভিধানে পায়, কূটনৈতিক। কূট শব্দের সঙ্গে নৈতিক যুক্ত হয়ে গঠিত হয়েছে কূটনৈতিক। অর্থাৎ কূট + নীতি+ ইক = কূট + নৈতিক = কূটনৈতিক। লিখুটন কূটনৈতিক, কূটনীতিক নয়।
সমসাময়িক না কি সামসময়িক :
সমসময় (একই সময়) + ষ্ণিক (ইক) = সামসময়িক। এর অর্থ একই সময়ের বা সমকালীন। ব্যাকরণ অনুযায়ী সামসময়িক শুদ্ধ, তবে সমসাময়িক অধিক প্রচলিত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও সমসামিয়ক শব্দটাকে সামসময়িক শব্দের অশুদ্ধ প্রচলিত রূপ নির্দেশ করা হয়েছে। অতএব লিখুন, সামসময়িক।
প্রশাসন ও প্রশাসনিক :
‘প্রশাসন’ শব্দের সঙ্গে ‘ইক’ প্রত্যয় যুক্ত করলে হয়, ‘প্রশাসন+ ইক = প্রাশাসনিক’। যেমন : সময় + ইক = সাময়িক, বর্ষ+ ইক = বার্ষিক, প্রত্যহ + ইক = প্রাত্যাহিক, নন্দন+ইক = নান্দনিক, সমষ্টি + ইক = সামষ্টিক ইত্যাদি। এ হিসেবে ‘প্রাশাসনিক’ শব্দটি শুদ্ধ।
‘শাসন’ শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত করলে হয়, ‘শাসন + ইক =শাসনিক’। যেমন : মাস+ ইক = মাসিক, কাল + ইক = কালিক, আত্মন্ + ইক = আত্মিক, জাল+ ইক = জালিক ইত্যাদি। এভাবে শাসন শব্দের সঙ্গে ‘ইক’ প্রত্যয় যোগে প্রাপ্ত ‘শাসনিক’ শব্দের সঙ্গে ‘প্র’ উপসর্গ যোগ করলে হয় ‘প্র+ শাসনিক= প্রশাসনিক’।অতএব ব্যাকরণগতভাবে ‘প্রশাসনিক’ এবং ‘প্রাশাসনিক’- দুটোই শুদ্ধ। ‘সমসাময়িক’ এবং ‘সামসময়িক’ শব্দদ্বয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।এক্ষুণি চৌকশ নিমোনিক ধরণ ধারণ নিমোনিক অগ্নিকন্যা রুপাভুঁড়ি ভূড়ি নিমোনিক আপনার নামের অর্থভূতের মতো ভূতুড়ে উন্মুক্ত মহিলা টেনিস বাংলা একাডেমির বানান সমস্যা অফুরান বামা নারী সুন্দরী ধাতু বিশ্লেষণ : উঠ-আদিগণ ধাতুগাহ্-আদিগণ ধাতুর বিভিন্ন রূপের শুদ্ধ বানান শেখার পর লেখা : ধাতুর বিভিন্ন রূপের শুদ্ধ বানান ও ব্যবহারআহমদ ছফা ও হুমায়ুন আজাদ
পোস্ট সংযোগ: https://draminbd.com/অর্থনৈতিক-কূটনৈতিক-রাজন/