ড. মোহাম্মদ আমীন
কারণ শব্দের যত অর্থ, প্রয়োগ এবং কারণ আছে আর কোনো শব্দের তত কারণ নেই। আপনি যে অর্থ চান কারণে সেই অর্থ আরোপ করতে পারবেন। কারণ, কারণ আপনাকে কোনো কারণেই কোনো কারণ দেখাবে না। কারণ, কারণ মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। কারণ, কারণ দিয়ে সব কারণের কারণ দিতে পারে। কারণের আরেক নাম হতে পারে অজুহাত। এই হাতের সীমা নেই, অগনিত—ঠিক কারণের মতো।
কীভাবে?
একদেশে এক রাজা ছিলেন। তাঁর ছিল এক ছাগল ছানা। রাজা ছানাটাকে খুব পছন্দ করতেন। রাজকীয় খাবার খেয়ে অল্পদিনে ছানাটি বেশ নাদুস নুদুস হয়ে গেল। দেখলে সবার জিব-জিভে লালা গড়িয়ে পড়ত লালসায়। রুটি দিয়ে খেতে জম্পেশ লাগবে।
উজির নাজিরের নজর পড়ে ছাগলে।শুরু হালো ষড়যন্ত্র। একদিন সুযোগ বুঝে তারা ছাগল ছানাটা চুরি করে পদা নামের শাহি বাবুর্চির কাছে নিয়ে বললেন, পদা, এটা জবাই করে রান্না করো।মসলাপতি দিয়ে গেলাম।
পদা রান্না ঘরে ছাগলটাকে বেঁধে অন্য কাজ করতে চলে গেল।ছাগল ছানার পাশেই ছিল মসলাপাতি। সব কাজ সেরে ছাগল জবাই করতে এসে পদার মাথায় হাত— ছাগলের বাচ্চা ছাগল, সব মসলাপাতি খেয়ে ফেলেছে; হারামজাদা।
এখন কী হবে?
রাজকীয় মসলার অনেক দাম, এত টাকা বাবুর্চির নেই।
অর্থ চাই।
মসলা কিনতে হবে।
বাবুর্চি টাকার জন্য রাজ দরবারে উজির-নাজিরের কাছে গিয়ে হাজির। রাজা মশাই ছাগল হারিয়ে পাগল। রাজা নির্দেশ জারি করেছেন— “ ছাগল দরবারে না আসা পর্যন্ত উজির-নাজির-মন্ত্রী-সেনা সবাই কান ধরে দাঁড়িয়ে থাকবে।”
পদা দেখল, সবার সঙ্গে উজির-নাজিরও কান ধরে দাঁড়িয়ে।
পদা বাবুর্চি, উজির-নাজিরের কাছে গিয়ে দাঁড়াল। উজির-নাজির বলল, কী কারণ?
পদা ফিসফিস করে বলল, কারণে (ছাগল) কারণ (মসলা) খাইছে, কারণ (ছাগল) খাইবান কি দিয়া?
উজির-নাজির কানে কানে বলল, সে কারণে (ছাগলের জন্য) এ কারণ (শাস্তি) কারণ (ছাগল) ছাইড়া দে গিয়া।
বাবুর্চি দ্রুত এসে কারণকে ছেড়ে দিল।
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানে কিশোর কুমার নায়ক উত্তম কুমারের অমানুষ ছবিতে মদ্যকেও কারণ বানিয়ে বলেছেন—
“বিপিন বাবুর কারণ সুধা মিটায় জ্বালা মিটায় ক্ষুধা,
মরা মানুষ বাঁচিয়ে তুলে এমনি সে তার যাদু—
বিপিন বাবুর কারণ সুধা- – -।”
————-
শুবাচের ওয়েবসাইট: www.draminbd.com
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক