ড. মোহাম্মদ আমীন
অলখবিহারী: দৃষ্টির বাইরে বিচরণ করে যে।( তিমির বিদারী অলখবিহারী/ কৃষ্ণ মুরারী আগত ওই (নজরুল )।
অলমিত বিস্তরেণ: সংষ্কৃত ‘অলমতি বিস্তরেণ’ অর্থ অধিক লেখার বা বাহুল্যের প্রয়োজন নেই, বিস্তারিত বিবরণ অনাবশ্যক। বিস্তার থেকে বিস্তরেণ।
অলাতচক্র: জ্বলন্ত বস্তুকে ঘোরালে চক্রাকারে যে অগ্নিবলয় দেখা যায়, বহ্নিবলয়।
অনুব্রজন : অতিথির বিদায়কালে কিছুদূর সহগমনের শিষ্টাচার।
অনুব্রজী : অতিথির বিদায়কালে কিছুদূর সহগমনকারী।
অনুব্রজা : অতিথির বিদায়কালে কিছুদূর সঙ্গে গিয়ে শিষ্টাচার প্রকাশ করা।
অনুমৃতা : স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় যায় যে নারী।
অনুরথ্যা : প্রধান সড়কের পার্শ্ববর্তী সংকীর্ণ পথ।
অবিসংবাদ : বিরোধের অভাব।
উদাহরণ : অবিসংবাদ, তাঁকে অবিসংবাদিত নেতায় পরিণত করেছে।
আণ্ডীর : বহু ডিম আছে এমন।
অহম্পূর্বিকা। : নিজেকে সবার পূর্বে বা সবার চেয়ে অগ্রসর মনে করে- এমন মনোভাবসম্পন্ন ব্যক্তি
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা