আপণ ছড়া (স্বাভাবিক ণ যুক্ত শব্দ কয়টি?)
আপন আপণ আপণিক আপান
সংস্কৃত আপণ (আ+√পণ্) অর্থ দোকান। ণত্ববিধিতমতে, ঋ ঋৃ, র ষ বর্ণের পরে যদি প্রত্যয়ের দন্ত্য-ন আসে তবে তা ণ হয়ে যাবে। এই শর্তমতে আপণ বানানে ণ আসে না। তারপরও ণ কেন? কিছু কিছু শব্দের বানানে কোনো শর্ত ছাড়া ণ বসে। যা স্বাভাবিক ণ নামে পরিচিত। এরূপ স্বাভাবিক ণ-যুক্ত শব্দের সংখ্যা পঞ্চাশ। দেখে নিন ছড়ায়-ছন্দে:
কণা নিক্কণ ফণা চিক্কণ কণিকা গণিকা কাণ
উৎকুণ কণ মণি কঙ্কণ বাণ শাণ কল্যাণ
পিণাক কফণি লাবণ্য ফণী বণিক নিপুণ পাণি
চাণক্য পণ মাণিক্য গণ বীণা বেণু বেণী বাণী
গুণ তূণ ঘুণ অণু মৎকুণ বাণিজ্য কিণ কোণ
পুণ্য গৌণ লবণ পণ্য ভণিতা শোণিত শোণ
স্থাণু শণ ভাণ আপণ বিপণি এণ- এই পঞ্চাশ
নিত্যসিদ্ধ ণ-কার এদের, বিধির বাহিরে বাস।
কথা আছে। আপণ-এর ণ স্বাভাবিক, কিন্তু আপণিক বানানে ণ কেন? পণ থেকে আপণ। ক্রিয়ামূলে ণ থাকলে তা যুক্তে গঠিত অন্য শব্দের বানানেও ণ অবিকল থাকে। যেমন: লবণ থেকে লাবণ্য, গণ থেকে গণক, গণনা, গণিত, জনগণ, গাণিতিক- – -।
সংস্কৃত আত্মীয় থেকে উদ্ভূত আপন অর্থ নিজ। এটি অতৎসম। তাই বানানে ণ আসার সুযোগ নেই। বাংলা আপনা অর্থ (সর্ব) নিজ, স্বয়ং (বিশেষণে.) স্বীয়, নিজের (নদী আপন বেগে পাগল পারা- রবীন্দ্র)। সংস্কৃত. আপান (আ+√পা+অন) অর্থ (বিশেষ্যে.) মদ্যপানের আড্ডা বা স্থান, পানশালা। আপন আপনের পেছন আপনায় চললে মদ্যপান।
নিমোনিক: পণ থেকে পণ্য। পণ্য বানানে ণ। ণ-যুক্ত আপণে পণ্য বাণিজ্য লাভবান হবেন ,কিন্তু তাতে পণ্য বানানের ণ দেবেন না তা কি হয়? তাই দোকান অর্থদ্যোতিত আপণ বানানে ণ।
All Link