ড. মোহাম্মদ আমীন
শুদ্ধ বানান চর্চা (শুবাচ) গোষ্ঠীর জানালায় জনাব মাহবুব আলী লিখেছেন, ‘আপশোস’ শব্দটির বানান নিয়ে বিব্রত হতে পারেন, কেননা এর ভিন্নতা লক্ষণীয়; তবে হতাশ হবেন না। বাংলা অ্যাকাডেমির ‘বাংলা বানান অভিধান’ ৩য় সংস্করণ সপ্তম পুনমুদ্রণ জুলাই ২০১৮-য় আছে ‘আপশোস’ এবং ‘আফসোস’। প্রথম আলো ভাষারীতি বইয়ে রয়েছে ‘আফসোস’। ড. মাহবুবুল হক রচিত ‘খটকা বানান অভিধান’ বইয়ে একই বানান, তবে ‘আপশোস’ ‘আফশোস’ ও ‘আপসোস’ পরিহার্য বলা হয়েছে। পবিত্র সরকার তাঁর বইয়ে লিখেছেন ‘আপসোস’-এর বদলে ‘আপশোশ’ আফশোশ’ লিখতে পারেন। ড. রতন সিদ্দিকী তাঁর প্রমিত বাংলা অভিধান বইয়ে বানানটি এড়িয়ে গেছেন। হায়াৎ মামুদ রচিত ‘বাংলা লেখার নিয়মকানুন’ (তৃতীয় সংস্করণ) বইয়ের শুদ্ধ-অশুদ্ধ কলামে শব্দটি পাইনি। এবার আসি ভারতের আনন্দবাজার পত্রিকার ব্যবহার বিধি বই ‘বাংলা লেখক ও সম্পাদকের অভিধান’ (পঞ্চম মুদ্রণ জুলাই ২০১৭) বইয়ের রেফারেন্সে। এখানে বানান রয়েছে ‘আপশোস’ চলিত এবং মার্জিত হলো ‘আফশোস’।”
তবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে শব্দটির বানান দেওয়া হয়েছে, ‘আফসোস’। আমি এটাই লিখি।
——————————————————–
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি