Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
আফ্রিদি ও আফ্রোদিতি – Dr. Mohammed Amin

আফ্রিদি ও আফ্রোদিতি

ড. মোহাম্মদ আমীন

আফ্রিদি ও আফ্রোদিতি

আফ্রিদি: মোগল ও ব্রিটিশ শাসনের শেষ যুগে ভারত-আফগানিস্তান সীমান্তে বসবাসকারী যুদ্ধপ্রিয় উপজাতিবিশেষ। যুদ্ধই ছিল এদের নেশা এবং নেশা থেকে পেশা।
আফ্রোদিতি, Aphrodite: আফ্রোদিতি গ্রিকদের প্রেম ও ভালোবাসার দেবী। মানুষের মধ্যে প্রেমবোধ সৃষ্টি করাই ছিল তাঁর কাজ। রোমানদের প্রেমের দেবী ভেনাস (Venus). সৌরজগতের দ্বিতীয় গ্রহ ভেনাস (শুক্র) এই দেবীর নামানুসারে চয়িত। উপমহাদেশের আফ্রিদি যুদ্ধপ্রিয়, কিন্তু গ্রিক আফ্রোদিতি প্রেমপ্রিয়।

স্ট্যাম্প (stamp) ও স্টাম্প (stump)

স্ট্যাম্প(stamp): ইংরেজি স্ট্যাম্প অর্থ ডাকটিকিট, দলিল সম্পাদন করার জন্য ব্যবহৃত সরকারি ছাপযুক্ত কাগজ, ছাপ (রাবার স্ট্যাম্প)।
স্টাম্প (Stump): ক্রিকেট খেলায় ব্যবহৃত শব্দ, যার তিনটি পারিভাষিক অর্থ রয়েছে। যথা: উইকেটের অংশবিশেষ,ব্যাটসম্যানকে আউট করার পদ্ধতিবিশেষ, টেস্ট খেলায় নির্দিষ্ট দিনের খেলা সমাপ্তি।

উদ্ভট

বাংলায় ‘উদ্ভট’ শব্দটির আভিধানিক অর্থ— আজগুবি, উৎকট, অসম্ভব, বেমানান, পাপিষ্ঠ প্রভৃতি। শব্দটি মূলত পরস্পর নেতিবাচক মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।সংস্কৃতে শব্দটি— মহাশয়, মহাত্মা, উদার, দুর্মদ, দুর্ধর্ষ, শ্রেষ্ঠ, প্রকৃষ্ট, উৎকৃষ্ট, মহান প্রভৃতি ইতিবাচক অর্থ প্রকাশে ব্যবহার করা হয়। অথচ বাংলায় এসে শব্দটি সম্পূর্ণ নেতিবাচক অর্থ ধারণ করেছে। কিন্তু কেন?
সমাজের নিচুস্তরের লোকেরা অপেক্ষাকৃত উঁচুস্তরের লোকের আচরণকে উদ্ভট মনে করে। শহুরে শিক্ষিত রমণীদের পোশাক-পরিচ্ছদ ও চালচলন গ্রামের নারীদের কাছে উদ্ভট। আবার অভিনয়-শিল্পীদের আচরণ শহুরে শিক্ষিত রমণীদের কাছেও উদ্ভট। অন্যদিকে, বাংলাদেশের অভিনয়-শিল্পীদের কাছে পশ্চিমা দেশগুলোর অভিনেত্রীর পোশাক-পরিচ্ছদ উদ্ভট। আদিবাসীদের জীবনযাত্রা সমতলবাসীদের কাছে উদ্ভট, আবার সমতলবাসীদের জীবনযাত্রা আদিবাসীদের কাছে উদ্ভট। নাপ্পি বার্মিজ আর বাংলাদেশের পাহাড়িদের প্রিয় খাবার, কিন্তু আমাদের কাছে তা উদ্ভট।
বানর নাকি মানুষের দুপায়ে হাঁটাকে উদ্ভট ভেবে মুখ ভেঙচায়। সুতরাং, দেখা যায়, মহাশয়, মান্যবর, দুর্ধর্ষ ও শ্রেষ্ঠগণের আচরণ সবসময় অপেক্ষাকৃত উঁচু ও নিচুস্তরের সাধারণ মানুষের কাছে আজগুবি, উৎকট, পাপময় ও বেমানান।
তাই সংস্কৃত মহাশয়, মান্যবর, শ্রেষ্ঠ ও দুর্ধর্ষ অর্থজ্ঞাপক ‘উদ্ভট’ বাংলায় এসে আজগুবি, উৎকট ও বেমানান রূপ ধারণ করে আদি অর্থকে বিলোপ করে দিয়েছে।
—————————–

শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

All Links/1

আফ্রিদি ও আফ্রোদিতি

স্ট্যাম্প (stamp) ও স্টাম্প (stump)

উদ্ভট

যে দেশে পুরুষ প্রসব করে সন্তান