আবেগ–শব্দ ছড়ায় ছড়ায় শিখি

SalMa Sara

আবেগ–শব্দ

আবেগ ( interjections ) শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। প্রথাগত ব্যাকরণে এগুলিকে অনন্বয়ী, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয়ও বলা হয়। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলির সঙ্গে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে।

আবেগ-শব্দের শ্রেণিবিভাগ

মানুষের আবেগ বিচিত্র, সব যে শব্দের আকার পায়, তাও নয়। তবু অর্থ অনুসারে আবেগ-শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন:

ক . সিদ্ধান্তবাচক আবেগ-শব্দ ( assertive interjection )  অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন:
★ হুঁ, যুক্তিটা মন্দ মনে হচ্ছে না।
★ বেশ, এ রকম কথাই রইল।
★ না, আমি আপনার সঙ্গে কথা বলব না।
★ উহুঁ , আমাকে ও কাজ করতে বলবেন না ।
এখানে হুঁ, বেশ, না, উহুঁ সিদ্ধান্তবাচক আবেগ-শব্দ।

খ . প্রশংসাবাচক আবেগ-শব্দ ( appreciative interjection ) প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন:
★ শাবাশ! একটা খেলার মতো খেলা দেখালে।
★ বাঃ! বড়ো চমৎকার ছবি এঁকেছ তো।
এখানে শাবাশ, বাঃ প্রশংসাবাচক আবেগ-শব্দ।

গ . বিরক্তিবাচক আবেগ-শব্দ ( interjection of disgust ) অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন:
★ ছিঃ ছিঃ! এ তুমি কী করলে!
★ কী জ্বালা, আর কতক্ষণ বকবক শুনতে হবে!
★ দূর শালা, ভাগ এখান থেকে!
এখানে ছিঃ ছিঃ, কী জ্বালা, দূর শালা বিরক্তিবাচক আবেগ-শব্দ।
( আংশিক )

তথ্যসূত্র: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ব্যাবহারিক ব্যাকরণ

ছড়ায় ছড়ায় শিখি—৩

তোমার দেখছি কাশি,
শুনলাম যাচ্ছ নাকি কাশী?
এখন কোথাও যেয়ো না,
বাইরে আছে করোনা।
ধরবে তোমায় সহজেই
করবে নাতো করুণা।

শব্দগুলোর অর্থ জেনে নিই—
কাশি=কাশরোগ, গলার খকখক শব্দ
কাশী=ভারতে অবস্থিত হিন্দুদের তীর্থস্থান
করোনা=এক ধরনের ভাইরাস, অণুজীব
করুণা=দয়া, কৃপা

উৎস: আবেগ-শব্দ, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, শুবাচ লিংক

কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!