আমার চোখে শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara

আমার চোখে শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

যখন আমি শিশু ছিলাম

তখন আমি তৃতীয় শ্রেণিতে পড়ি। আমাদের বাংলা ম্যাডাম ছিলেন একজন অন্যরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। পড়া না পারলে কিংবা ভুল করলে কখনো বকা দিতেন না। বরং আদর করে বুঝিয়ে দিতেন। ওই সময় প্রতিদিন আমাদের এক পৃষ্ঠা হাতের লেখা লিখতে হতো। একদিন আমার হাতের লেখা দেখে ম্যাডাম বললেন, “তোর আজকের লেখাটা তো খুব সুন্দর হয়েছে রে।” ব্যাস এতটুকুই। পরেরদিন আমি আমার খাতার সব কটা পৃষ্ঠা লিখে নিয়ে ম্যাডামকে দেখালাম। সত্যিই একটু অনুপ্রেরণা পেলে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে।
বহু বছর পর শুবাচ এ এসে অধিকাংশ শুবাচির মধ্যে আমি আমার সেই ম্যাডামের প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমার বিশ্বাস তাঁদের মতো আমরা সব শুবাচিই যদি আরো একটু উদার হই, সবাই সবার প্রতি আন্তরিক হই, শিখতে এবং শেখাতে কৃপণতা না করি, তাহলে অচিরেই শুবাচ এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ।

সূত্র: SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

অর্জন
শুবাচের সাথে পথ চলা খুব বেশিদিনের নয়।এখানে প্রতিদিনই প্রমিত বাংলা বানান, শুদ্ধ ভাষা কিংবা শব্দের সঠিক উচ্চারণ সহ নিত্যনতুন অনেক কিছু শিখছি। আর সমৃদ্ধ করছি নিজের জ্ঞান ভান্ডার। পাশাপাশি অর্জন করছি কিছু সম্পদ। যা দামের চেয়েও দামি।এ সম্পদ টাকায় বেচাকেনা হয় না। অর্জন করে নিতে হয়। যেমন ড. মোহাম্মদ আমীন স্যারের লাইক-কমেন্ট। প্রথম যেদিন তিনি আমার লেখায় লাইক দিয়েছিলেন সেদিন আনন্দে আত্মহারা হয়ে আমি একটি যযাতি লিখেছিলাম-“গল্প শেষে, ঘুমের দেশে”। এটি ছিল আমার অবচেতন মনের ভাবনার (স্বপ্নের) বহিঃপ্রকাশ। তারপর একে একে অনেকের লাইক, কমেন্টস পেয়েছি যেগুলো সম্পদ হিসেবে নিজস্ব লকারে জমা হয়েছে।

আমার জীবনে এগুলোর প্রভাব—
★এগিয়ে যাবার শক্তি,
★দুঃখের মাঝে সুখানুভব,
★নিজেকে নতুন করে গড়ার হাতিয়ার,
★ছোটোগল্পের মজা আস্বাদন। বারবার পড়লেও একঘেয়েমি লাগে না।
★দুঃসময় পাড়ি দেবার বাহন,
★সব সময়ের সঙ্গী।

এই জীবনে আমি যতো সম্পদ করেছি সেগুলোর কোনোটিই আমার নয়। মৃত্যুর পর ভাগ হয়ে চলে যাবে ভবিষ্যৎ উত্তরাধিকারীর হাতে।
কিন্তু শুবাচ থেকে অর্জিত এই সম্পদ একান্তই আমার নিজের ···
[ বিশেষ দ্রষ্টব্য: আসুন আজ থেকে কারো লেখায় বাজে মন্তব্য না করি বরং গঠনমূলক মতামত প্রদান করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করি। ]

সূত্র: অর্জন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘বই’ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার

উপহার সব সময়ই মূল্যবান। আর সেটা যদি হয় বই তাহলে তো কোনো কথায়ই নেই। আজ প্রিয়জনের কাছ থেকে অনেকগুলো বই উপহার পেয়েছি। যে বইগুলোর লেখক আমাদের সবার প্রিয় সম্মাননীয় ড. মোহাম্মদ আমীন স্যার। তাই আজকের এই দিনটা আমার কাছে ইদের দিনের মতো আনন্দময়।
সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।

সূত্র: বই, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

গল্প শেষে ঘুমের দেশে

আগের দিনে আমাদের নানি – দাদিরা রূপকথার ছলে যে Moral Story গুলো আমাদের শুনাতেন তা থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেমনঃ রাখাল ও বাঘের গল্প থেকে শিখেছি- ” মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।” দুই বন্ধু ও ভালুকের গল্প থেকে শিখেছি- ” বিপদেই বন্ধুর পরিচয়।” এভাবে প্রতিরাতে গল্প শুনে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে একসময় ঘুমিয়ে যেতাম।
আর এখন ড. মোহাম্মদ আমীন স্যারের লেখা সেই ওমরের গল্প কিংবা নিউটনের ছাত্রী থেকে জানতে পারি তাদের জীবন পাল্টে যাওয়ার গল্প, স্বার্থক মানুষ হওয়ার গল্প। যার মূলমন্ত্র হচ্ছে , ভালোবাসা শুধুই ভালোবাসা। তখন ইচ্ছে হয় যদি ওমর কিংবা মেধাবি মেয়ে সেলিমা হতাম। অবাস্তব সব ভাবনায় যখন বিভোর তখন আমার অবস্থান ঘুমের দেশে। যেখান থেকে পা বাড়ালেই স্বপ্নপুরী। এখানে কারো কোনো অপূর্ণতা নেই। কারণ মনের সব সুপ্ত ভাবনাগুলো নিমিষেই দৃশ্যমান হয়ে যায়। আমারও তাই হলো। তাকাতেই দেখি, বিশাল এক মাঠ সবুজে ঘেরা। ঘাসফুলের মিষ্টি সুবাসে মৌ মৌ চারিদিক। পাখির কিচির মিচির শব্দে মুখরিত প্রবাহমান বাতাস। হাজার হাজার শুবাচি বসে আছেন একজনকে ঘিরে। যিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্যাচেলরস ডিগ্রির বাংলা স্নাতক হলো কেন কিংবা আমার পোস্ট অনুমোদন হয়না কেন?
আমাকে দূর থেকে দেখে তিনি মুচকি হাসলেন। সামনে যেতেই তাঁর লেখা একটি বই আমার হাতে দিয়ে বললেন-
 "জানি আমি, তোমার প্রশ্ন                     
 কী জানতে চাও              
ভয় পেওনা সামনে যেতে                      
যাও এগিয়ে যাও।"                   
[অনুপ্রেরণায়- ড. মোহাম্মদ আমীন স্যার]

সূত্র: গল্প শেষে ঘুমের দেশে, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

 

SalMa Sara, শুবাচ লিংক

ছড়ায় ছড়ায় শিখি – ১, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ২, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ৪, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ৫, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

আবেগ-শব্দ, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!