লিয়াকত চৌধুরী
আমি হরিচরণের বঙ্গীয়শব্দকোষ থেকে আর্য্য শব্দটির ব্যুৎপত্তি নিয়ে আপনার দৃষ্টি টানছি।আর্য্য=ঋ+ য ; বিদ্বান ;জ্ঞানী। Av.Airya. (আরো ভাষায় এই শব্দটি পাওয়া যায়।) তিনি শেষের দিকে বলছেন।আর্য্যবত্তবাসী বেদোক্ত প্রাচীন জাতিবিশেষ।এরা মধ্য এশিয়া থেকে এসেছে )।এ ছাড়া প্রাচীন পারস্যের অধিবাসীরাও নিজেদের আর্য্য বলেন।এদের বাসস্হান ইরানই।(Av. Airyana)।
অনেক গবেষক মনে করেন আবেস্তাভাষীদের একটা অংশ ভারতের আর্য্য।আভেস্তার অনেক দেবতা ভারতীয় আর্য্যরা বিপরীত অর্থে ডাকা শুরু করে।

আহুর মাঝদা হয়ে যায় অসুর। John key তার INDIA বইতে আর্য্যদের আগমণকে খুব বিস্তৃত বলেছেন।The Rev. R.Caldwell তার comparative of the DRAVIDIAN বইতে আর্য্যদের আগমনকে প্রতিষ্ঠিত করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ DD kosambi :The culture and civilization of Ancient India থেকে বলে শেষ করছি:Therefore the Aryans were once an historic assembled of human beings including both the Achaemenid clan and the Persian tribe. কেউ কেউ বলছেন আর্য্যরা ভারতেই ছিল । তাহলে এটা প্রমাণ করতে সুবিধে হয়:আর্য্যদের সংস্কৃতিই মূল যা হিন্দুরা বহন করে।মোদীজি এটাই চান। ভাষার উৎপত্তি ও বিকাশ:এখনও রহস্য?
ভাষার উৎপত্তি ও বিকাশ:এখনও রহস্য?
ভাষার উৎপত্তি নিয়ে এখনও একমত হতে পারে নি গবেষকরা। মীথ আর গবেষণা পাশাপাশি চলছে। মিথ বলছে আকাশ থেকে দেবতারা ভাষা পাঠিয়েছে মানুষের জন্য। ভারত বলেছেন , পৃথিবী সৃষ্টির আগেই শব্দ ছিল ;তাই গড়ে উঠল শব্দব্রহ্ম।
কিন্তু আধুনিক গবেষকরা ভাষা গবেষণার নানা দিক ভেবে দেখছেন।The Evolution of Language গ্রন্থে W. Tecumseh Fitch বিস্তারিত দিক উল্লেখ করেছেন:প্রাইমেটদের proto phrase; নিজ প্রাণীদের ভিতর যোগাযোগের musical কোড প্রেরণ; কিনশিপ (kinship),গ্রুপ বোধ;sexual selection ভাষা উৎপত্তিতে ভূমিকা রেখেছে।
TERENCE W. DEACON এর বই :The SYMBOLIC SPECIS:The co-evolution of Language and the Brain. তিনি প্রকৃতি আর ব্রেইনএর উপর জোর দিয়েছেন ।এখানে তিনি Noam chomskyর বিখ্যাত জেনারেটিভ বোধের কথা বলেছেন ।Derek Bickerton ও তার গবেষণা: Language evolution :a brief guide for linguists পত্রে সামাজিক বুদ্ধিমত্তা;মিরার নিউরোনএর কথা বলেছেন।
Michael A. Arbib তার সম্পাদিত বই :Laguage,Music,and the Brain -A Mysterious Relationshipএ ভাষার বিবর্তনে সঙ্গীত আর ব্রেইনের সঙ্গে সম্পর্কের কথা উঠে এসেছে। তাহলে বলা যায় ,ভাষার উদ্ভবে এক লহমায় কোনো কিছু হয়েছে, এটা মানার কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন হল, কী করে শব্দ আর বাক্য প্রক্রিয়া তৈরি হল, সেটার মিমাংসা জরুরি ।
(সব ভাষার বিকাশ পর্ব রয়েছে। সেটা আরবি ,সংস্কৃত বা অন্য সব ভাষার জন্যও প্রযোজ্য । প্রসঙ্গত, আমরা দেখি, ধ্রুপদী আরবির বিকাশ পর্যায়ে , আক্কাদিয়ান ঋণ নিতে হয়েছে(jedediah Drolet:Akkadian Loans in Arabic ?The linguistic and Historical Evudence);বাংলা যেমন দ্রাবিড়ভাষাগোষ্ঠীর; অস্ট্রো-এশিয়াটিক ও সংস্কৃতর ঋণ নিতে হয়েছে। তবে মূল কথা হল, ভাষার উৎপত্তি আর বিকাশ এখনও রহস্যঘেরা একটা বিষয়।
পরিসজ্জা: রাশিদা আকতার মিশু
সূত্র: ভাষার উৎপত্তি ও বিকাশ:এখনও রহস্য? লিয়াকত চৌধূরী, শুদ্ধ বানান চর্চা(শুবাচ)।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুব
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি