আর্য প্রভাব ও ভারতের পূর্বাঞ্চল

ভারতের পূর্বাঞ্চলে আর্য-প্রভাব
ঋগ্‌বেদ থেকে জানা যায় আর্যরা ভারতের স্থানীয় দ্রাবিড়দের বিতারিত করে সিন্ধু অববাহিকা জুড়ে এবং আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিল। ঋগ্‌বেদ আমলে আর্যরা হিমালয় পর্বতমালা সংলগ্ন উত্তরভারতের সঙ্গে পরিচিত হয়েছিল। এজন্য ঋগ্‌বেদেহিমালয় পর্বতের নাম পাওয়া যায়, কিন্তু বিন্ধ্যপর্বতের নাম পাওয়া যায় না। ঋগ্‌বেদে বাঘের নাম নেই। কারণ, ভারতবর্ষে বাঘের দেখা পাওয়া যায় পূর্বাঞ্চলে। সে কারণে বলা যায়, ভারতের পূর্বাঞ্চলের বঙ্গদেশ থেকে তারা অনেকদূরে ছিল। এই সময় পাঞ্জাব অঞ্চলের সিন্ধুসহ অন্যান্য নদী-তীরবর্তী অঞ্চলে আর্যরা বসতি স্থাপন করেছিল। ঋগ্‌বেদ খ্রিষ্টপূর্ব ১২০০ বা ১১০০ অব্দের দিকে রচিত। এই সূত্রে বলা যায়, আফগানিস্তান থেকে পাঞ্জাব অঞ্চলের ভিতরে আর্যদের বিচরণ ছিল। ভারতের অন্যান্য অঞ্চলের অধিবাসীদের উপর আর্যদের প্রভাব তখনো পড়েনি।

Language
error: Content is protected !!