আলকেমি শব্দের উদ্ভব : রসায়ন বিজ্ঞান

রসায়ন
রসায়ন পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান। রসায়নের ইতিহাস একটি অনেক বড়ো বিষয়। বলা চলে আগুণ আবিষ্কারের পর থেকেই মানব সভ্যতার হাত ধরে এগিয়ে চলেছে রসায়ন। ভারতবর্ষে প্রায় ৫০০০ বছর পূর্বেই কাপড়কে আকর্ষণীয় করার জন্য রঙের ব্যবহার শুরু হয়। রসায়নচর্চায় প্রাচীন মিশরীয় সভ্যতার ব্যাপক অবদান রয়েছে। রসায়ন শব্দের ইংরেজী কেমিস্ট্রি। মধ্যযুগে পরশ পাথরের সন্ধানে পরীক্ষারত মুসলিম বিজ্ঞানীরা একটি শাস্ত্র বা পদ্ধতি আবিষ্কার করে। এটাকে তারা বলতো আলকামিস্তা বা আলকেমি। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল-কিমিয়া থেকে। আল-কিমিয়া শব্দটি এসেছে কিমি শব্দ থেকে। কিমি থেকেই পযবসরংঃৎু শব্দ থেকে। আল-কিমিয়া দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
ড. মোহাম্মদ আমীন

লিংকসমূহ

Language
error: Content is protected !!