আলুর দোষ: স্পর্শকাতরগণ এড়িয়ে যাবেন: মুরুব্বিদের পড়া নিষেধ

ড. মোহাম্মদ আমীন

প্রথম আলু (প্রথম আলো নয়) একপ্রকার সবজি। খেতে বললে সবাই জি জি করে। এজন্য সবজি। সবজি একটার সঙ্গে একটা লেগে গেলে নষ্ট হয়ে যায়। এজন্য বাংলা একাডেমি ‘সব্জি’ বানানকে অপ্রমিত ঘোষণা করে দিয়েছে। সবজি-আলু টক, ঝাল, মিষ্টি সব খাবারে চলে।ইচ্ছেমতো সংরক্ষণ করেও রাখা যায় বহুদিন। এটি পৃথিবীর অনেকে দেশের লোকের প্রধান খাদ্য। তাই ভদ্র-অভদ্র সব সমাজে বেশ জনপ্রিয়। আলু-খ্যাত স্লোগান: বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান।
দ্বিতীয় আলু বাংলার বিশেষ বিশেষ শব্দের অন্ত্য অঙ্গ, সহজ ভাষায় পাছা। এ যেমন: দয়া+আলু= দয়ালু, ঈর্ষা+আলু= ঈর্ষালু। অনুরূপ: নিন্দালু, নিদ্রালু, ঝগড়ালু, মায়ালু, চোরালু, পোড়ালু, কুম্ভিকালু। প্রথম আলুর মতো দ্বিতীয় আলুও ভালোমন্দ সবখানে চলে।
তৃতীয় আলু সামনে বসে। যেমন: আলুবোখারা, আলুপুরি, আলুভর্তা, আলুথালু, আলুনি, আলুপুরি। আলুনিতেও আলু লাগে। আলুনির সঙ্গে আলুর সম্পর্ক নেই, লবণের সম্পর্ক। তবে, ডেক্সিতে আলু-লবণ সম্পর্ক মাস-নূতন পুত্রবধূ ও শাশুড়ির পরস্পর বায়নার মতো নিবিড়।আলুলায়িত রমণী নিয়ে কবিদের কত কবিতা!
এত কিছুর পরও আলুর বদনামের শেষ নেই। আসলে, যে বেশি কাজ করে তার বদনামও বেশি হয়। তৃতীয় আলুর কথা বলছি।
চতুর্থ আলু একটু ফাঁক রেখে বসে। এর নাম আলুর দোষ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে, ‘আলুর দোষ’ অর্থ লাম্পট্য, চরিত্রদোষ। কারও চরিত্রে দোষ থাকলে তা আলুর ওপর গিয়ে পড়ে। অনেকে এটাকে পিঁয়াজের দোষও বলে। আলু-পিঁয়াজ এক হলে জম্পেশ আলুর দম, আহ!
সবাই আলু খায়, এজন্য সবার মধ্যে কমবেশি আলুর দোষ দেখা যায়। আলু দেখলে আলু চোখ মেলে তাকায়। আলু কি আসলে খুব খারাপ জিনিস? এজন্যই কি চিকিৎসকগণ আলু কম খেতে বলেন? নইলে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, সর্বপ্রিয় আলুকে লাম্পট্যের কাতারে নিয়ে যাবে কেন? লম্পটামি করে মানুষ, আর দোষ হয় আলু পিঁয়াজের। এজন্যই তো তাদের এত দাম! যে অবস্থা দেশের, দুদিন পর পোড়ালুও পাইবা না জাদু।

কাকতালীয় কৌতুক

ছাত্র : কাকতালীয় মানে কী স্যার?
শিক্ষক : কার্যকারণহীন দুটি ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়া। এটি একটি বাগধারা। কাক ও তাল থেকে এটির উৎপত্তি।
ছাত্র : কাক ও তাল কেন স্যার?
শিক্ষক : একটি কাক তাল গাছে বসল এবং বসামাত্র টুপ করে একটা তাল মাটিতে পড়ে গেল। কাকটি না-বসলেও তালটি পড়ত, হয়তো তালটি না-পড়লেও কাকটি বসত। কাকের মতো ছোট একটা পাখির তাল গাছে বসার সঙ্গে তাল-পড়ার কোনও যোগসূত্র ছিল না। কিন্তু ঘটনাচক্রে তালের পতন ও কাকের বসা দুটো একসঙ্গে ঘটে গেল। এটাই কাকতালীয়। এবার তুমি কাকতালীয় ঘটনার একটা উদাহরণ দাও।
ছাত্র : আমার বাবার বিয়ে হল, সঙ্গে সঙ্গে আমার মায়ের বিয়েও! এমন কাকতালীয় আর দেখিনি স্যার, আপনি দেখেছেন?
শিক্ষক : দেখেছি।
ছাত্র : কোথায়?
শিক্ষক : তুমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একজন পুরুষ বাবা এবং একজন নারী মা হয়ে গেল।
————–

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

Language
error: Content is protected !!