ড. মোহাম্মদ আমীন
এই পেজের সংযোগ: https://draminbd.com/ইংরেজি-উচ্চারণ-ও-বানানবি/
নিচে ইংরেজি বর্ণের উচ্চারণবিষয়ক কিছু বিধি দেওয়া হলো। বিধিসমূহ যথাসম্ভব সহজবোধ্য ভাষায় প্রচুর সংখ্যক উদাহরণ-সহ বর্ণনা করা হয়েছে। বিধিগুলো আয়ত্তে আনা গেলে অধিকাংশ ইংরেজি শব্দের প্রমিত ও শুদ্ধ উচ্চারণ সম্ভব হবে। একই সঙ্গে বানানও আয়ত্তে চলে আসবে। কারণ, উচ্চারণ ও বানান বহুলাংশে পরস্পর নির্ভরশীল। একটি কথা মনে রাখা সমীচীন যে, ব্যাকরণে প্রত্যেক বিধির ব্যতিক্রম থাকে। এখানেও ব্যতিক্রম আছে। তবে ব্যতিক্রম ব্যতিক্রমই। এর সংখ্যা নগণ্য। বিধিগুলো অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনা গেলে গুটিকয়েক ব্যতিক্রমও আয়ত্তে চলে আসবে। চলুন, তাহলে শুরু করা যাক—
১ নম্বর বিধি: -Ally অনুচ্চারিত A
বাক্যে Adverb- হিসেবে ব্যবহৃত পদের শেষে -ally থাকলে সাধারণত -A বর্ণটি অনুচ্চারিত থেকে যায়। যেমন: accidentally, actually, logically, musically, algebraically, basically, digitally, romantically, stoically, logically, continually প্রভৃতি।
২ নম্বর বিধি: -MB অনুচ্চরিত B
কোনো ইংরেজি শব্দের শেষে M বর্ণের অব্যবহিত পর B বর্ণ অর্থাৎ শব্দের শেষে MB থাকলে B সাধারণত অনুচ্চারিত থেকে যায়। যেমন: bomb (বম), comb (কম), dumb (ডাম), lamb (লাম), climb (ক্লাইম), tomb (টম), thumb (থাম), crumb (ক্রাম), limb (লিম), numb (নাম) plumber (প্লামার) womb (ওম) ইত্যাদি। শব্দের শেষে BT থাকলেও B অনুচ্চারিত থেকে যায়। যেমন: doubt, debt প্রভৃতি। বিস্তারিত দেখুন নিচের সংযোগে।
৩ নম্বর বিধি: -BT অনুচ্চারিত B
কোনো ইংরেজি শব্দের শেষে BT থাকলে, সাধারণত BT-এর উচ্চারণ হয় —T। অর্থাৎ, এক্ষেত্রে B বর্ণ অনুচ্চারিত থেকে যায়। এরূপ গঠনের মূল শব্দ দিয়ে গঠিত শব্দসমূহে অবস্থিত BT শব্দের শেষে না থাকলেও B অনুচ্চারিত থেকে যায়। যেমন: doubt (ডাউট), debt (ডেট)। এই শব্দ-দুটো দিয়ে গঠিত অন্যান্য শব্দের BT-এর B অনুচ্চারিত থেকে যায়। যেমন: doubtful (ডাউটফুল), indebted (ইনডেটেড); misdoubt (মিসডাউট), doubtlessness (ডাউটলেসনেস), overindebtedness (ওভারইনডেটনেস)। অনেক সময় BT শেষে না থাকলেও অনুচ্চারিত থেকে যায়। যেমন: Subtle (সাটল), oversubtle (ওভার সাটল) ইত্যাদি।
৪ নম্বর বিধি: SC অনুচ্চারিত C
কোনো ইংরেজি শব্দের বানানে S+C=SC থাকলে, তাহলে SC-এর C বর্ণ অনুচ্চারিত থেকে যায় এবং কেবল S উচ্চারিত হয়। যেমন: scissors, scenario, muscle, ascend, descent, crescent, scene, scenic, scent, science ইত্যাদি। এসব শব্দে অনুচ্চারিত থেকে যায়। ইংরেজি ভাষায় একটি মাত্র শব্দ আছে, যে শব্দে CH অনুচ্চারিত। সে শব্দটি হচ্ছে: yacht.
৫ নম্বর বিধি: CK CQ অনুচ্চারিত C
কোনো ইংরেজি শব্দে K বা Q যে-কোনো একটি বর্ণের আগে C থাকলে ওই C শব্দটির উচ্চারণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা অনাবশ্যক মনে করা হয়। অর্থাৎ C বর্ণটি অনুচ্চারিত থেকে যায়। যেমন: acquaintance, acquire, acquit, black, quick, click, pick, lick, stick, quick, acquaintance ইত্যাদি। এসব শব্দে C অনুচ্চারিত এবং অপ্রয়োজনীয়।
৬ নম্বর বিধি: DG অনুচ্চারিত D
কোনো ইংরেজি শব্দে D+G=DG থাকলে ওই শব্দে সাধারণত D-বর্ণ অনুচ্চারিত থেকে যায় এবং DG-এর G বর্ণটি উচ্চারিত হয়। যেমন: dodge, pledge, hedge, grudge, bridge, badge, edge, gadget ইত্যাদি। এছাড়াও প্রাত্যহিক ব্যবহৃত এমন কিছু শব্দ আছে যেসব শব্দে D অনুচ্চারিত থেকে যায়। যেমন: Wednesday, sandwich, handsome, handkerchief
৭ নম্বর বিধি: অনুচ্চারিত E
কোনো ইংরেজি শব্দের শেষে E থাকলে ওই E সাধারণথ অনুচ্চারিত থেকে যায়। যেমন: Name (নেইম), Come (কাম) , Same (সেইম), Take (টেইক), Like (লাইক), Fake (ফেইক), Rice(রাইস) ইত্যাদি। অনুরূপ: peace, homemade, horse, shine, multiple, airplane, antilope, fire, earphone, decrease, fishbone, halftime, kite ইত্যাদি।
৮ নম্বর বিধি: IGN, GN অনুচ্চারিত G
কোনো ইংরেজি শব্দের শেষে IGN (ign) থাকলে IGN-এর উচ্চারণ হবে— আইন। এসব ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে। যেমন: design (ডিজাইন), resign (রিজাইন), reign (রেইন), feign (ফেইন) উদ্ভাবন করা। অনুরূপ: align. deign, malign foreign, sovereign, consignment, sign, campaign ইত্যাদি।
কোনো ইংরেজি শব্দে IGH বর্ণগুচ্ছ থাকলে গুচ্ছের মাঝখানে অবস্থিত G উহ্য বা অনুচ্চারিত থেকে যায়। এবং পুরো গুচ্ছের উচ্চারণ হয় আই। যেমন: Night (নাইট), Sight (সাইট), Might (মাইট)
কোনো শব্দের GN থাকলে G বর্ণ অনুচ্চারিত থেকে যায়। gnu, gnarl, gnarr, gnathic, gnathite, gneiss, gnomon, gnosis, gnostic, gnotobiotic, gnash, gnarled, gnome, gnaw, gnat ইত্যাদি।
স্বরবর্ণের (a e i o u) পরে GH থাকলে G অনুচ্চারিত থাকে। যেমন: drought, daughter, light, thought, thorough, might, right, tough, cough, neighbor, straight, weigh, high ইত্যাদি।
কোনো ইংরেজি শব্দের শেষে gh থাকলে উচ্চারণ হয়— F বর্ণের মতো। যেমন: Laugh (লাফ), Tough (টাফ), Enough (ইনাফ) ইত্যাদি।
৯ নম্বর বিধি: অনুচ্চারিত H
কোনো ইংরেজি শব্দের প্রথমে H বর্ণের পর o বা e থাকলে H অনুচ্চারিত থাকে। যেমন: hour, honest, honor, a heir ইত্যাদি। এই বর্ণসমূহের আগে article হিসেব an ব্যবহার করতে হয়। কথাটি এভাবেও বলা যায়, ব্যতিক্রান্ত ক্ষেত্র ছাড়া শব্দের আদ্য H অনুচ্চারিত থাকে। যেমন: hour, honest, heir ইত্যাদি। ব্যতিক্রম: here, hill, history, height, happy, hereditary ইত্যাদি।
কোনো ইংরেজি শব্দে W বর্ণের পরে অবস্থিত H উচ্চারিত হয় না। যেমন: what, where, why, whisper, what ইত্যাদি।
C, G এবং R বর্ণের পর অবস্থিত H কখনো কখনো অনুচ্চারিত থাকে। যেমন: choir, echo, rhythm, Rhinoceros, rhubarb ইত্যাদি।
১০ নম্বর বিধি: KN- অনুচ্চারিত K
কোনো ইংরেজি শব্দের শুরুতে KN থাকলে ওই শব্দে বিদ্যমান KN-বর্ণদ্বয়ের উচ্চারণ হবে N বর্ণের মতো। অর্থাৎ ইংরেজি শব্দের আদ্য KN বর্ণ-জোড়ের K সাধারণত অনুচ্চারিত থেকে যায়। যেমন: knowledge (নলেজ), knight (নাইট), knee (নি), known (নোন), knife (নাইফ) ইত্যাদি। অনুরূপ: knob, knickers, know, knock, knead, knot, knuckle, knit, knack, knew ইত্যাদি।
১১ নম্বর বিধি: অনুচ্চারিত L
কোনো ইংরেজি শব্দে L থাকলে এবং ওই L-এর আগে স্বরবর্ণ(vowel) A O এবং U থাকলে L অনুচ্চারিত থাকে। যেমন: balm (বাম), calm (কাম) ; alms (আমজ) ভিক্ষা, palm (পাম) তালগাছ। অনুরূপ: would, salmon, calf, half, folks, almond, should, could, colonel ইত্যাদি।
কোনো ইংরেজি শব্দের আদিতে LK বর্ণগুচ্ছের পূর্বে E বা U না থাকলে ওই LK গুচ্ছের উচ্চারণ হবে—K। অর্থাৎ L বর্ণ অনুচ্চারিত থাকে। যেমন: Talk (টক), Walk (ওয়াক), Chalk (চক) প্রভৃতি।
১২ নম্বর বিধি: অনুচ্চারিত M
ইংরেজি ভাষায় যে কটি বর্ণের উহ্য থাকার উদাহরণ বিরল, তন্মধ্যে M বর্ণটি অন্যতম। এটি খুব কমই উহ্য বা অনুচ্চারিত থাকে। ইংরেজি ভাষায় কেবল একটি শব্দে M অনুচ্চারিত থাকে। শব্দটি হচ্ছে mnemonic. এর অর্থ স্মৃতিজাগানিয়া, স্মৃতিকে জাগ্রত করতে সহায়ক বিষয়। উৎস ভাষার বানান ও উচ্চারণের কারণে সাধারণত বর্ণ অনুচ্চারিত থাকে।
১৩ নম্বর বিধি: -MN অনুচ্চারিত N
কোনো ইংরেজি শব্দের শেষে MN থাকলে ওই MN-সাধারণত N-এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ M এর পর N থাকলে ওই N অনুচ্চারিত থেকে যায়। যেমন: solemn (সলেম), condemn (কনডেম), damn (ড্যাম) অভিশাপ দেওয়া ইত্যাদি। অনুরূপ: column, autumn, limn, hymn ইত্যাদি। ব্যতিক্রম: chimney, alumni, circumnavigate, dimness, gymnastics, randomness.
১৪ নম্বর বিধি: -MN অনুচ্চারিত P
শব্দের প্রারম্ভে PS PT এবং PN শব্দজোড়সমূহের P সাধারণত অনুচ্চারিত থাকে। যেমন: pseudonym, pneumonia, psychologist, pneumatic, pneumonia, psychiatry, pterosaur, ptarmigan, psychic.
ব্যতিক্রম: PH: phaeton , pharaoh, philharmonic, philosopher (ফিলোসফার), telephone, paragraph, alphabet, epiphany, sophomore
১৫. নম্বর বিধি: O বর্ণের উচ্চারণ নাশ
কোনো ইংরেজি শব্দে IO থাকল সাধারণত এর উচ্চারণ হবে—আইয়ো। এক্ষেত্রে O বর্ণটি তার মূল উচ্চারণ হারিয়ে ফেলে। যেমন: Violet (ভাইয়লেইট), Biology (বাইয়োলজি), Biography (বাইয়োগ্রাফি), Violation (ভাইয়লেশন) ইত্যাদি।
১৬. নম্বর বিধি: অনুচ্চারিত S
কিছু কিছু শব্দে I(আই) বর্ণের পরবর্তী S অনুচ্চারিত থাকে। যেমন: isle, isle, aisle, debris, Arkansas, Illinois.
১৭. নম্বর বিধি: অনুচ্চারিত T
কিছু কিছু শব্দে T অনুচ্চারিত থেকে যায়। যেমন: castle, Christmas, fasten, listen, often, whistle, thistle, bustle, hasten, soften, rapport, gourmet, ballet
১৮. নম্বর বিধি: অনুচ্চারিত U
কোনো শব্দে G বর্ণের আগে বা পরে অবস্থিত U অনুচ্চারিত থেকে যায়। যেমন: ought, league, guide, guilty, guest, guess, guitar, guard, guild ইত্যাদি। কোনো শব্দের বানানে G বর্ণের আগে বা U থাকলে ওই U অনুচ্চারিত থাকে। যেমন: ought, league, guide, guilty, guest, guess, guitar, guard, guild ইত্যাদি।
১৯ নম্বর বিধি: -WH -WR অনুচ্চারিত
কোনো ইংরেজি শব্দের বানানের প্রথমে WH বা WR থাকলে সাধারণত W বর্ণ অনুচ্চারিত থেকে যায়। যেমন: write (রাইট), wrong (রং), who (হু), white (হোয়াইট), wrestling (রেসলিং)। অনুরূপ: whole, wholesale, wrap, wrestle, wrench, wreck, wrinkle, whose, wrangle, wreath, wrath, wriggle, wring, wrist, whisper, what, where প্রভৃতি। এসব শব্দে H অনুচ্চারিত থেকে যায়। যেমন: where শব্দের উচ্চার wer. answer, two, sword, প্রভৃতি শব্দে W উচ্চারিত হয় না।
২০ নম্বর বিধি: Y বর্ণের উচ্চারণ
ইংরেজি ভাষায় সাধারণত Y বর্ণটি One-syllable-এর শব্দে আই-এর মতো উচ্চারিত হয়। যেমন: Fly (ফ্লাই) , Shy (শাই), Buy (বাই), Toy (টই) – খেলনা, Joy (জয়), Try (ট্রােই) ইত্যাদি। ইংরেজি ভাষায় Two-syllable এর শব্দে Y বর্ণটি সাধারণত ই-এর মতো উচ্চারিত হয়। যেমন: City (সিটি), Funny (ফানি) , Happy (হ্যাপি), Policy (পলিসি) – নীতিমালা।
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/
আমি শুবাচ থেকে বলছি
— — — — — — — — — — — — — — — — —
প্রতিদিন খসড়া
আমাদের টেপাভুল: অনবধানতায়
Pages: 1 2