Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ইংরেজি বনাম বাংলা : সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি – Dr. Mohammed Amin

ইংরেজি বনাম বাংলা : সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

Lakshman Kumar Das

Cut-কাট, but-বাট, put-পাট? না না পাট নয় – পুট। কেমনে হলো? তা সে যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু খুব ভালোভাবে শব্দগুলোর যথাযথ উচ্চারণ রপ্ত করেছি।আবার Culture, future, fulfill শব্দত্রয়ে u যথাক্রমে ‘আ’, ‘ইউ’ এবং ‘উ’-এর মতো উচ্চারিত হচ্ছে। শুধু এগুলো নয় আরও শত শত শব্দে u-এর উচ্চারণ কখন যে ‘আ’, কখন ‘ইউ’ আর কখন যে ‘উ’ হবে তার কি কোনো রীতি-নীতি/বিধি-বিধান আছে? যদি থাকেওবা আমরা তো সেসব না জেনেই দিব্যি শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করছি। future-কে আমরা ফুটুরি বা ফুটুরে বা ফিউটিউরে বলছি না কারণ আমরা কোনো রীতি-নীতি ছাড়াই তার শুদ্ধ উচ্চারণ শিখে নিয়েছি/রপ্ত করেছি। আফিমের প্রভাবে কমলাকান্তের(কমলাকান্তের দপ্তর – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়) যতই মগজ পরিষ্কার হয়ে যাক কিংবা তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হোন না কেন — উচ্চারণ জানা না থাকলে future শব্দকে তিনিও ফুটুরে নিদেনপক্ষে ফুচার বা ফাচার বলতেন।

শুধু u-কে টানা-হ্যাঁচড়া করছি কেন— a আর e-র উচ্চারণও যে কখন কী হবে তা নির্ণয় করা কমলাকান্তের কাজ নয়, আফিমের মাত্রা চড়িয়েও নয়। দেখুন না a-র উচ্চারণ father-এ ‘আ’, random-এ ‘এ্যা’, radio-তে ‘এ’, call-এ ‘অ’ হচ্ছে। তেমনি e-র উচ্চারণ centre-এ ‘এ’, certificate-এ ‘আ’ আবার meter-এ প্রথমটা ‘ই’ আর পরেরটা ‘আ’ হচ্ছে । এসব রপ্ত করতে আমাদের কেনো রীতি-নীতি লাগেনি! তবে সহকারী-তে কেন ‘ঈ-কার’ আর সরকারি-তে কেন ‘ই-কার’ তা জানতে আমাদের ভীষণ মাথাব্যথা!

Psychology, Pneumonia, Tsunami-তে P আর T দিগ্‌গজ দাঁড়িয়ে কী করছে? কোন কার্য সমাধা করছে? আমরা দিব্যি এগুলো শুদ্ধভাবে উচ্চারণ করছি – P আর T-কে না-দেখার ভান করা শিখতে তেমন বেগ পেতে হয়নি। আমাদের মনে এ নিয়ে কোন প্রশ্ন নেই। হোক না ল্যাটিন, স্প্যানিশ, জাপানি নানা ভাষা থেকে অনেক শব্দ ধার করেছে ইংরেজি, ধার করা শব্দগুলো অধিকাংশই নিজের মত করে রূপ দিয়েছে, কিন্তু ওপরের শব্দগুলো থেকে P আর T-কে মুক্তি দিচ্ছে না কেন? আমার তো মনে হয় – সুরঞ্জনার হৃদয় আজ কেন ঘাস(আকাশলীনা— জীবনানন্দ দাশ) তা নিয়ে গবেষণা করা বরং সহজ কিন্তু Often, listen, talk, walk, Wednesday-তে জলজ্যান্ত t, l আর d-কে অস্বীকার করে কিংবা না-দেখার ভান করে কেন অফেন্, লিসেন্, টক, ওয়াক, ওয়েনেসডে বলব তার রহস্য উদঘাটন করা বেজায় কঠিন কাজ। কিন্তু আমরা তা বেশ শিখে নিয়েছি। অথচ বাংলায় ধরন আর ধারণা-তে ন আর ণ ব্যবহারের সুনির্দিষ্ট কারণ থাকলেও তা জানতে আমাদের ঘোরতর আপত্তি।

Lieutenant-এর উচ্চারণ লেফটেন্যান্ট কেমনে হলো? শব্দটা পরিচিত না হলে কিংবা উচ্চারণ জানা না থাকলে প্রথম সাক্ষাতে একে লেফটেন্যান্ট উচ্চারণ করার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। অবশ্য জুয়েল আইচ-এঁর কথা আলাদা, তিনি হয়ত চোখ সাফাই করে i আর u–কে vanish করে সেখানে একটা f দেখতে পাবেন, আমাদেরকেও দেখিয়ে দিতে পারবেন! O-র উচ্চারণ Monday-তে ‘আ’, motion-এ ‘ও’ আর morning-এ ‘অ’ হচ্ছে। কী রহস্য কে জানে!! কখন ‘আ’ হবে, কোথায় ‘অ’ হবে আর কখনবা ‘ও’ হবে তা নিয়ে মাথা খাটানোর চেয়ে বরং গণিত/পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্ব বা Possibility Theory/Probability Theory-নিয়ে গবেষণা করাই শ্রেয়। তবুও উচ্চারণগুলো আমরা ভালোভাবে শিখে নিয়েছি, বিরক্তি লাগেনি মোটেই।

`i’-এর উচ্চারণ dirty-তে ‘আ’ কিন্তু direction-এ ‘ই’ আবার crisis-এ ‘আই’ হচ্ছে। তা হোক, আমাদের আপত্তি থাকবে কেন? এমনি কত শত উল্টা-পাল্টা ব্যাপার-স্যাপার! আপত্তির শেষ কোথায়! ইংরেজি ভাষাকে খাটো করে দেখছি না, দেখার সুযোগ নেই। এতসব বৈচিত্র্যের মাঝেই তার uniqueness, তার সৌন্দর্য । আর মাতৃভাষা বাংলার বেলায়? আমাদের অনেকের কাছে ইংরেজি ভাষা খুব মডার্ন, সহজ, আদর্শ ভাষা, পক্ষান্তরে মাতৃভাষা বাংলা বড্ড জটিল, ব্যাকডেটেড আর বিরক্তিকর।

‘ই’, ‘ঈ’ কিংবা স, শ, ষ বা ন, ণ অথবা ঙ, ং বা ত, ৎ-এর বৈচিত্র্যের মধ্যে বাংলা ভাষার অনন্য সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ে না, বিরক্তিই উদ্রেক করে শুধু। ভবিষ্যতের কোনো এক সন্ধিক্ষণে, কোনো crisis moment-এ মাতৃভাষা বাংলার প্রতি দরদ, মমত্ববোধ, শ্রদ্ধা আরও জেগে উঠবে আমাদের মনে – এই স্বপ্নের অঞ্জন দুনয়নে মেখে ঘুমাতে বেশ লাগে আমার। আপাতত তাই করি।

সূত্র:  আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, Lakshman Kumar Das, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)