Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ইংরেজি ভাষা: জানা-অজানা সমগ্র/২ – Dr. Mohammed Amin

ইংরেজি ভাষা: জানা-অজানা সমগ্র/২

ড. মোহাম্মদ আমীন

ইংরেজি ভাষা: জানা-অজানা/১১

Keep বনাম Put

Keep: তুলনামূলকভাবে বেশি সময়ের জন্য কোথাও কিছু রাখা হলে বলা হয় keep. উদাহরণ: Keep medicines in a locked cupboard.

Put: তুলনামূলকভাবে অল্প সময়ের জন কোনো কিছু কোথাও রাখা হলে বলা হয় put. উদাহরণ: She put her hands over her eyes.

এটি keep ও put শব্দের অনেকগুলো সূক্ষ্ম প্রায়োগিক পার্থক্যের একটি। মনে করে উচিত হবে না যে, এখানে বর্ণিত পার্থক্যটিই সব।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১২

Sit in বনাম sit on

Sit in এবং Sit on বাগ্‌ভঙ্গি-দুটোর প্রয়োগে অনেক সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তন্মধ্যে একটি পার্থক্য বেশ মজার। এই মজার পার্থক্যটি বসার স্থানের নির্মাণশৈলীকে কেন্দ্র করে আবর্তিত:

হাতলওয়ালা চেয়ার-কেদারায় বসাকে বলা হয় sit in। অন্যদিকে, হাতলবিহীন চেয়ার-কেদারায় বসাকে বলা হয় sit on

অতএব, বসার আগে দেখে নেবেন, কী রকম চেয়ারে বসতে যাচ্ছেন। কারো প্রশ্নের উত্তরে সঠিকটা বলতে যেন ভুল না-হয়।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৩

ইংরেজি শব্দের ব্যুৎপত্তি

‘ইংরেজ’ শব্দের বাংলা আভিধানিক অর্থ— ইংল্যান্ডের অধিবাসী। ইংল্যন্ডবাসীর ভাষা ইংলিশ (English)। কিন্তু বাংলায় ইংলিশকে বলা হয় ইংরেজি। এর কারণ আছে। ইংরেজ কিংবা ইংরেজি কোনটা ইংলিশ শব্দ নয়। এগুলো বাংলা শব্দও নয়। ইংলিশ ভাষার শব্দভান্ডার থেকে বাঙালিরা বহু শব্দ নিয়েছেন, কিন্তু ইংলিশ জাতি ও ইংরেজি ভাষার নামের ক্ষেত্রে তা হয়নি।

পোর্তুগিজরা ইংরেজদের পূর্বে ভারতীয় উপমহাদেশে আগমন করে। পোর্তুগিজদের মাধ্যমে বাঙালিদের সঙ্গে ইংল্যান্ডবাসীর পরিচয় হয়।পোর্তুগিজরা ইংল্যান্ডের নাগরিকদের Engrez ডাকত। ইংল্যান্ডবাসী ও তাদের ভাষা ইংলিশ পর্তুগিজদের ডাকা ইংরেজ বাগ্‌ভঙ্গিতে পরিচিত হয়ে ওঠে। সংগতকারণে, বাঙালিরা পোর্তুগিজদের দেওয়া ইংরেজ শব্দটিই গ্রহণ করে। তাই বাঙালিদের কাছে ইংল্যান্ডবাসীরা ইংরেজ এবং তাদের ভাষা ইংরেজি।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৪

COLD বনাম COOL

Cold: যখন ঠান্ডার অনুভব বা বিষয়বস্তু বা ধারণা কষ্টদায়ক, প্রতিকূল বা বিরক্তিকর হয় তখন বলা হয়: cold। He waited outside for her in the bitter cold.

Cool: ঠান্ডার অনুভব বা সংশ্লিষ্ট বিষয়বস্তু কিংবা বিবেচ্য ধারণা আরামদায়ক, প্রত্যাশিত বা অনুকূল হলে বলা হয় cool. Cooled the room with a fan.

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৫

সর্বাধিক ব্যবহৃত শব্দ

ইংরেজি শব্দ “the” হচ্ছে ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত শব্দ। এরপর সর্বাধিক ব্যবহৃত শব্দ হলো যথাক্রমে “be,” “to,” “of,” “and,” “a,” “in,” “that,” “have,” and “I.” প্রভৃতি।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৬

সর্বাধিক ব্যবহৃত বিশেষ্য ও বিশেষণ:

‘Time’ হচ্ছে ইংরেজি ভাষায় সর্বাদিক ব্যবহৃত বিশেষ্যে (Noun). ইংরেজি ভাষায় ব্যবহৃত ২৫টি বিশেষ্য (Common Noun) নিচে দেওয়া হলো:

1. time

2. person

3. year

4. way

5. day

6. thing

7. man

8. world

9. life

10. hand

11. part

12. child

13. eye

14. woman

15. place

16. work

17. week

18. case

19. point

20. government

21. company

22. number

23. group

24. problem

25. fact

ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত বিশেষণ হচ্ছে : Good.

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৭

আদ্যবর্ণ ও দীর্ঘতম ইংরেজি শব্দ

ইংরেজিতে যত শব্দ আছে তন্মধ্যে অধিকসংখ্যক শব্দের আদ্যবর্ণ হলো S।ইংরেজি ভাষার দীর্ঘতম বহুল ব্যবহৃত শব্দ ৪৫টি বর্ণ নিয়ে গঠিত। শব্দটি হলো: “Pneumonoultramicroscopic-silicovolcanoconiosis.” এটি একটি ফুসফুস রোগের বৈজ্ঞানিক নাম।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৮

ইংরেজি ভাষার মোট শব্দের ১১ ভাগ শব্দে E বর্ণটি রয়েছে। ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত দুটি শব্দ I এবং You. পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটারে যেসব তথ্য সংরক্ষণ করা হয় তার ৮০% তথ্য ইংরেজি ভাষায়।

ইংরেজি ভাষা: জানা-অজানা/১৯

ইংরজি শব্দের অবিকল প্রাচীনতম শব্দ

ইংরেজি শব্দের প্রাচীনতম শব্দ হচ্ছে town, যা সৃষ্টির সময় যে অর্থ নির্দেশ করত এখনো সে একই অর্থ নির্দেশ করে।

ইংরেজি ভাষা: জানা-অজানা/২০

ইংরেজি ভাষায় যদি 1 2 3 4 —- 100 — এভাবে প্রতিটি সংখ্যাতে বানানে যথাক্রমে ONE TWO THREE FOUR – – – HUNDRED লিখে যান, তাহলে বিলিয়ন পর্যন্ত না পৌঁছলে আপনি B বর্ণটির দেখা পাবেন না।

————————-

ইংরেজি ভাষা: জানা-অজানা সমগ্র/১
লিংক: https://draminbd.com/ইংরেজি-ভাষা-জানা-অজানা/

ইংরেজি ভাষা: জানা-অজানা সমগ্র/২

লিংক: https://draminbd.com/ইংরেজি-ভাষা-জানা-অজানা-সম/