ইঙ্গ-ভারতীয় শব্দ

ড. মোহাম্মদ আমীন
যে সব মিশ্রিত শব্দের সৃষ্টি ইংরেজদের ভারত আগমনের পর হয়েছে সেগুলো ইঙ্গ-ভারতীয় শব্দ নামে পরিচিত। এরূপ কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো :

চিক্‌ (chick) : সরু বাঁশের কাঠি দিয়ে নির্মিত পর্দা।
চুরুট (cheroot): তামাকপাতায় মোড়া ধূমপানের শলাকাবিশেষ।
ছোকরা (chokra) : অল্পবয়স্ক চাকর।
ছোটা হাজিরি (chota hajiri): সকালের খাবার, লঘুভোজন।

জিজ্ঞার (ginger ) : আদা।
টাট্টি (tattie) : মাদুর।
টডি (toddy) : তাড়ি।
টিপয় (tipoy) : তেপায়া, তিনপাযু্ক্ত ছোট টেবিল।

টিপিন (tiffin) : দ্বিপ্রাহরিক জলখাবার।
ডান্ডি (dandy) : মনুষ্যবহনকারী পাল্কিজাতীয় যান।
ডুলি : (dolly) : পাল্কিবিশেষ।
দেখো (dekko) : দেখো, শুনো।

ইঙ্গ-ভারতীয় শব্দ/১

ইঙ্গ-ভারতীয় শব্দ/৩

ইঙ্গ-ভারতীয় শব্দ/৪

Language
error: Content is protected !!