ইঙ্গ-ভারতীয় শব্দ

ড. মোহাম্মদ আমীন

যে সব মিশ্রিত শব্দের সৃষ্টি ইংরেজদের ভারত আগমনের পর হয়েছে সেগুলো ইঙ্গ-ভারতীয় শব্দ নামে পরিচিত। এরূপ কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো :

আয়া(ayah): শিশুদের পরিচারিকা।
কট (cot): খাট
কাবাব(kabab) : শলাকায় বিদ্ধ করে সেঁকা মাংস।
ক্যালিকো (calico) : কালিকটে প্রস্তুত একপ্রকার কাপড়।

খিটমাদগার (kitmadgar) : আহারের সময় যারা টেবিলে খাবার দেয়।
খাসবরদার (khasbardar) : আশা-সোঁটাধারি।
খস্‌খস্‌ (khus khus) : একপ্রকার শুষ্ক ঘাসের পর্দা।
খানসামা (khansama)।
গোসলখানা : স্নানের ঘর।

চক্কর (chakkur) : পেলো খেলার সময় ভাগ।
চাউ চাউ (chau chau) : বিবিধ মিশ্র খাদ্য।
চাপাটি (chapatti): একপ্রকার রুটি।
চাটনি (chutney) : অম্লমধুর রসযুক্ত বস্তু।

ইঙ্গ-ভারতীয় শব্দ/২

ইঙ্গ-ভারতীয় শব্দ/৩

ইঙ্গ-ভারতীয় শব্দ/৪

 

Language
error: Content is protected !!