ইদানীং ও ইদানীং-এর বিপরীতার্থক শব্দ

ড. মোহাম্মদ আমীন

ইদানীং ও ইদানীং-এর বিপরীতার্থক শব্দ

ইদানীং বিদেশি শব্দ নয়। এটি তৎসম শব্দ। ন-য়ে ঈ-কার আবশ্যক।ইদানীং-এর বিপরীতার্থক শব্দ তদানীং।
সংস্কৃত ইদানীং (ইদম্+দানীম্) অর্থ: (অব্যয়/ ক্রিয়াবিশেষণে) আজকাল, সম্প্রতি, অধুনা, বর্তমান, এখন, এই সময়, এখনকার। তদানীং অর্থ: সেই সময়ে, সেই কালে, তখন।
নিমোনিক: ইদানীং বানানের অর্থ সম্প্রতি। তাই প্রথম বা সম্প্রতি থেকে শুরু করতে হয়। প্রথম হচ্ছে ই। এজন্য ই দিয়ে শুরু করুন। এরপর ন-য়ে ঈ-কার। সোজাকথায়, ই এর পর ঈ। তেমনি, ইদানীন্তন, তদানীন্তন, তদানীং। তিনটি শব্দই তৎসম এবং নী যুক্ত।
Language
error: Content is protected !!