ড. মোহাম্মদ আমীন
ইশতাহার আরবি শব্দ। এর উচ্চারণ ‘ইশ্তাহার’। অনেকে লিখে থাকেন ‘ইশতেহার’, এটি শুদ্ধ নয়। ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ অনুযায়ী প্রমিত হচ্ছে ‘ইশতাহার’। বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘ইশতাহার’ শব্দটির অর্থ বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন, নোটিশ প্রভৃতি। ‘ইশতাহার’ শব্দটি ‘নির্বাচনি ইশতাহার’-এর কারণে বাংলাদেশে অধিক পরিচিত। সংসদ নির্বাচন এলে শব্দটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
‘নির্বাচনি ইশতাহার’ কী?
রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিসমূহ জনগণের কাছে লিখিত ও মুদ্রিত আকারে উপস্থাপনেই নির্বাচনি ইশতাহার। এখানে দলের ভাবী-কার্যক্রম এবং কার্য সম্পাদনের কৌশল ও উদ্দেশ্য বর্ণিত হয়।