উপসর্গ অভিধান/১

জাহিদুল ইসলাম

মূলশব্দ: কর

১।অ+ কর = অকর

জাহিদুল ইসলাম

২।আ+কর =আকর
৩।অব+ কর = অবকর
৪।নি+ কর = নিকর
৫।পরি+ কর = পরিকর

৬।প্র+ কর = প্রকর
৭।দুঃ + কর = দুষ্কর

শব্দার্থ
১।অকর = হস্তহীন,নিষ্কর।
২।আকর= আধার, উৎপত্তি।
৩।অবকর= যাকে ঝাঁটা দ্বারা দূরীভূত করা হয়।
৪।নিকর= রাশি, সমূহ।
৫।পরিকর= সহচর, সহকারী।

৬।প্রকর = ফুলের স্তাবক,সমূহ,সাহায্য।
৭।দুষ্কর= দুঃসাধ্য।

উপসর্গ অভিধান ( ২)

মূলশব্দ: করণ

১।অ+ করণ = অকরণ
২।অধি+করণ =অধিকরণ
৩।অনু+ করণ = অনুকরণ
৪।উপ+ করণ = উপকরণ
৫।প্র+ করণ = প্রকরণ
৬।পরা +করণ= পরাকরণ

শব্দার্থ
১।অকরণ = না করা, অনুচিত কর্ম
২।অধিকরণ= সামীপ্য, ব্যাপ্তি, কারক বিশেষ।
৩।অনুকরণ= নকল, অনুসরণ।
৪।উপকরণ= উপাদান।
৫।প্রকরণ= প্রক্রিয়া, আলোচ্য বিষয়।
৬।পরাকরণ = ঘৃণাকরণ, অবহেলন, প্রত্যাখ্যান ।


All Link

 

Language
error: Content is protected !!