Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
উপসর্গ অভিধান/২ – Dr. Mohammed Amin

উপসর্গ অভিধান/২

উপসর্গ অভিধান ( ৩)

মূলশব্দ: কার

১।অ + কার = অকার

জাহিদুল ইসলাম

২।আ + কার =আকার
৩।অধি + কার = অধিকার
৪।অনু + কার = অনুকার
৫।অপ+ কার = অপকার

৬।উপ +কার = উপকার
৭।নি + কার = নিকার
৮।প্র + কার = প্রকার
৯।প্রতি + কার = প্রতিকার
১০।বি + কার = বিকার

শব্দার্থ
১।অকার = “অ” বর্ণ বা ধবনি ।
২।আকার = চেহারা, গঠন, প্রকার।
৩।অধিকার= স্বত্ব, দখল, আধিপত্য।
৪।অনুকার= অনুকরণ, সদৃশ্যকরণ।
৫।অপকার= অনিষ্ট, ক্ষতি।

৬।উপকার = কল্যাণ, সাহায্য, অনুগ্রহ,মঙ্গল সাধন।
৭।নিকার = অবমাননা, পরাজয়।
৮।প্রকার = জাতি, শ্রেণী, রকম।
৯।প্রতিকার = প্রতিবিধান, দমন, নিবারণ।
১০।বিকার = বিকৃতি।

উপসর্গ অভিধান( ৪)

মূলশব্দ: কর্ণ

১।অ + কর্ণ = অকর্ণ
২।আ+ কর্ণ = আকর্ণ
৩।উৎ+ কর্ণ = উৎকর্ণ
৪।বি+ কর্ণ = বিকর্ণ

শব্দার্থ

১। অকর্ণ = কর্ণহীন, বধির।
২। আকর্ণ = কান পর্যন্ত।
৩। উৎকর্ণ = শোনার জন্য অতিশয় ব্যগ্র।
৪। বিকর্ণ = কর্ণহীন, ছিন্নকর্ণ।

উপসর্গ অভিধান: (৫)

মূলশব্দ: কীর্ণ

১।আ+ কীর্ণ = আকীর্ণ
২।উৎ+ কীর্ণ = উৎকীর্ণ
৩।প্র+ কীর্ণ = প্রকীর্ণ
৪।পরি+ কীর্ণ = পরিকীর্ণ
৫।বি +কীর্ণ = বিকীর্ণ
৬।সং/সম+ কীর্ণ = সংকীর্ণ

শব্দার্থ
১। আকীর্ণ = ব্যপ্ত, ছড়ানো।
২। উৎকীর্ণ = খোদাইকৃত, ক্ষোদিত,চিত্রিত।
৩। প্রকীর্ণ = ছড়ানো, বিকীর্ণ, বিক্ষিপ্ত।
৪।পরিকীর্ণ = পরিব্যপ্ত, বিক্ষিপ্ত, ছড়ানো।
৫। বিকীর্ণ = ছড়ানো হয়েছে এমন, বিক্ষিপ্ত।
৬। সংকীর্ণ = অপ্রশস্ত, সংকুচিত।


All Link