উপসর্গ অভিধান/৩

জাহিদুল ইসলাম

 উপসর্গ অভিধান ( ৭ )

মূলশব্দ: কৃতি

১। অপ + কৃতি = অপকৃতি

জাহিদুল ইসলাম

২। অনু + কৃতি = অনুকৃতি
৩। আ + কৃতি = আকৃতি
৪। নি + কৃতি = নিকৃতি
৫। প্র + কৃতি = প্রকৃতি
৬। প্রতি + কৃতি = প্রতিকৃতি
৭। বি + কৃতি = বিকৃতি
৮। সু + কৃতি = সুকৃতি

শব্দার্থ

১। অপকৃতি = অপকার, ক্ষতিকর কাজ।
২। অনুকৃতি = অনুকরণ ।
৩। আকৃতি = চেহারা,গঠন,আকার ।
৪। নিকৃতি = পরাভব, অপমান ।
৫। প্রকৃতি = স্বভাব, চরিত্র, ধর্ম, আচরণ।
৬। প্রতিকৃতি = প্রতিমূর্তি, প্রতিকার।
৭। বিকৃতি = বিকৃত ভাব বা অবস্থা,বিকার, রোগ।
৮। সুকৃতি = পূণ্যকর্ম, মঙ্গল, সৌভাগ্য।

 

 উপসর্গ অভিধান (৮)

মূলশব্দ: কর্ম

১। অ + কর্ম = অকর্ম
২। অধি + কর্ম = অধিকর্ম
৩। অনু + কর্ম = অনুকর্ম
৪। অপ + কর্ম = অপকর্ম
৫। কু + কর্ম = কুকর্ম
৬। নিঃ/নি + কর্ম = নিষ্কর্ম
৭। পরি + কর্ম = পরিকর্ম
৮। প্রতি + কর্ম = প্রতিকর্ম
৯। বি + কর্ম = বিকর্ম
১০। সু + কর্ম = সুকর্ম
১১। দুঃ + কর্ম = দুষ্কর্ম

শব্দার্থ

১। অকর্ম = অকাজ, কুকাজ ।
২। অধিকর্ম = অধ্যক্ষতা, তত্ত্বাবধানকার্য।
৩। অনুকর্ম = অনুসরণ, সদৃশ্যকরণ ।

মিনহা সিদ্দিকা

৪। অপকর্ম = কুকর্ম,দুষ্কর্ম, অন্যায় বা ক্ষতিকর কাজ।
৫। কুকর্ম = অসৎ কাজ, খারাপ কাজ, নিন্দনীয় কাজ।
৬। নিষ্কর্ম = বেকার, অলস ।
৭। পরিকর্ম = কেশবিন্যাস, গহনা দিয়ে সজ্জিতকরণ।
৮। প্রতিকর্ম = প্রতিকার, প্রতিক্রিয়া ।
৯। বিকর্ম = বিপরীত কর্ম ।
১০। সুকর্ম = শুভকাজ, সৎকাজ।
১১। দুষ্কর্ম = অপকর্ম, কুকর্ম, পাপ।

(অনুসজ্জা: মিনহা সিদ্দিকা)

সূত্র: উপসর্গ অভিধান, জাহিদুল ইসলাম, শুদ্ধ বানান চর্চা(শুবাচ)।

উপসর্গ অভিধান/১

————————————————

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

Language
error: Content is protected !!