উপসর্গ অভিধান/৫

জাহিদুল ইসলাম

উপসর্গ অভিধান ( ১২ )

 মূলশব্দ: কল্প

১। অ + কল্প = অকল্প

জাহিদুল ইসলাম

২। অনু + কল্প = অনুকল্প
৩। উপ + কল্প = উপকল্প
৪। প্র + কল্প = প্রকল্প
৫। পরি + কল্প = পরিকল্প
৬। প্রতি + কল্প = প্রতিকল্প
৭। বি + কল্প = বিকল্প
৮। সং/সম + কল্প = সংকল্প

শব্দার্থ

১। অকল্প = যা কল্পনা করা হয় নাই
২। অনুকল্প = অপ্রধান, বিধি, পরিবর্ত।
৩। উপকল্প = উপবিধি, অনুকল্প।
৪। প্রকল্প = পরিকল্পনা।
৫। পরিকল্প = সংকলিত রচনার প্রণালী, নকশা ।
৬। প্রতিকল্প = কোন কিছুর পরিবর্তে অন্য কিছু স্থাপন।
৭। বিকল্প = পরিবর্তে কল্পনা, পক্ষান্তর ।
৮। সংকল্প = প্রতিজ্ঞা, শপথ, অভিপ্রায় ।

উপসর্গ অভিধান ( ১৩, ১৪ )

মূলশব্দ: কম্প

১। অ + কম্প = অকম্প
২। আ + কম্প = আকম্প
৩। অধি + কম্প = অধিকম্প
৪। প্র + কম্প = প্রকম্প
৫। বি + কম্প = বিকম্প

শব্দার্থ

১। অকম্প = স্থির, নিশ্চল, কম্পহীন।
২। আকম্প = ঈষৎ কম্প।
৩। অধিকম্প = স্পন্দন।
৪। প্রকম্প = অতিশয় কম্প।
৫। বিকম্প = কম্পন, স্পন্দন।

উপসর্গ অভিধান (১৪)

* মূলশব্দ: কম্পন

১। অ + কম্পন = অকম্পন
২। আ + কম্পন = আকম্পন
৩। অনু + কম্পন = অনুকম্পন
৪। অভি + কম্পন = অভিকম্পন
৫। প্র + কম্পন = প্রকম্পন
৬। বি + কম্পন = বিকম্পন

শব্দার্থ

১। অকম্পন = কম্পনের অভাব ।
২। আকম্পন = ঈষৎ কম্পন ।
৩। অনুকম্পন = শিহরণ, স্পন্দন ।
৪। অভিকম্পন = প্রবল কম্পন, কম্পন ।
৫। প্রকম্পন = অতিশয় কম্পন ।
৬। বিকম্পন = কম্পন, স্পন্দন ।

সূত্র: উপসর্গ অভিধান, জাহিদুল ইসলাম, শুদ্ধ বানান চর্চা(শুবাচ)।

—————————————————————————————

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

Language
error: Content is protected !!