জাহিদুল ইসলাম
উপসর্গ অভিধান ( ১৫ )
মূলশব্দ: কাল
১। অ + কাল = অকাল

২। আ + কাল = আকাল
৩। অনা + কাল = অনাকাল
৪। নি + কাল = নিকাল
৫। বি + কাল = বিকাল
৬। স + কাল = সকাল
৭। সু + কাল = সুকাল
শব্দার্থ:
১। অকাল = অসময়োচিত, অপরিণতকাল।
২। আকাল = দুঃসময়, দুর্ভিক্ষ,অভাব ।
৩। অনাকাল = অসময়, দুর্ভিক্ষকাল ।
৪। নিকাল = বিতাড়ন করা, বাহির করা, বহিষ্করণ । স্থানান্তরে প্রেরণ।
৫। বিকাল = দিনের শেষ ভাগ।
৬। সকাল = প্রভাত, প্রাতঃকাল।
৭। সুকাল = ভালো সময়, শুদ্রগণের পিতৃগণ বিশেষ ।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা