জাহিদুল ইসলাম
উপসর্গ অভিধান ( ১৬, ১৭ )
মূলশব্দ: কুল
১। অ + কুল = অকুল

২। আ + কুল = আকুল
৩। অনা + কুল = অনাকুল
৪। সং/সম + কুল = সংকুল
৫। বি + আ + কুল = ব্যাকুল
শব্দার্থ:
১। অকুল = নীচ বংশ,মর্যাদাহীন বংশ, ছোট জাত
২। আকুল = ব্যাকুল, অস্থির, উৎকন্ঠিত।
৩। অনাকুল = অব্যাকুল, শান্ত, ধীর।
৪। সংকুল = সমাকীর্ণ, মিশ্রিত, সংকীর্ণ।
৫। ব্যাকুল = অস্থির, শান্ত নয় এমন।
উপসর্গ অভিধান ( ১৭ )
মূলশব্দ: কূল
১। অ + কূল = অকূল
২। অনু + কূল = অনুকূল
৩। উপ + কূল = উপকূল
৪। প্রতি + কূল = প্রতিকূল
শব্দার্থ:
১। অকূল = অপার, অসীম।
২।অনুকূল = সহায়, সমর্থনকারী, সদয়।
৩।উপকূল = নদী তীরের নিকটবর্তী স্থান।
৪। প্রতিকূল = বিরুদ্ধ, বিপরীত, বিপক্ষ ।
উপসর্গ অভিধান ( ১৮ )
মূলশব্দ : কার্য
১। অ + কার্য = অকার্য
২। অনু + কার্য = অনুকার্য
৩। উপ + কার্য = উপকার্য
৪। কু + কার্য = কুকার্য
৫। প্রতি + কার্য = প্রতিকার্য
৬। বি + কার্য = বিকার্য
শব্দার্থ:
১। অকার্য = অকাজ,কুকাজ, বাজে কাজ।
২। অনুকার্য = অনুকরণযোগ্য।
৩। উপকার্য = উপকার লাভের উপযুক্ত।
৪। কুকার্য = অসৎকার্য, মন্দকার্য।
৫। প্রতিকার্য = প্রতিকার করার যোগ্য,প্রতিকরণীয়।
৬। বিকার্য = বিকার্যযোগ্য, পরিবর্তনীয়।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা