এককথায় প্রকাশ (অ-অ)

১. অক্ষরজ্ঞান যার আয়ত্তে : জিতাক্ষর
২. অক্ষির গোচর : প্রত্যক্ষ
৩. অক্ষির অগোচর : পরোক্ষ
৪. অক্ষির সম্মুখে : সমক্ষ
৫. অগ্রপশ্চাৎ চিন্তা না-করে কাজ করা : অবিমৃষ্যকারিতা

৬.অগ্রে গমন করে যে : অগ্রগামী
৭.অগ্রসর হয়ে অভ্যর্ত্থনা : প্রত্যুদগমন
৮. অগ্রে দান করা হয় যাকে : অগ্রদানী
৯. অগ্নির কণা – স্ফুলিঙ্গ
১০. অগ্নি উৎপাদনের কাষ্ঠ : অরণি

১১. অগ্নিহোত্রী ব্রাহ্মণ : সাগ্নিক

১২. অচ্ছ উদক যার : অচ্ছোদ

১৩. অর্জুনের ধনুক : গাণ্ডীব

১৪. অর্জুনের পুত্র : আর্জুনি

১৫. অতি উচ্চ হাসি : অট্টহাস্য

১৬. অতিশয় হৃষ্ট : উৎফুল্ল

১৭. অতিশয় স্নিগ্ধ : মেদুর

১৮. অতি উচ্চ স্বর : তারস্বর

১৯. অতিশয় পীড়ন : নিপীড়ন

২০. অতিশয় মত্ত : প্রমত্ত


২১. অতিশয় গোপনীয় : নির্গূঢ়
২২. অতি দূর : প্রসারী
২৩. অতি সত্বর : তূর্ণ
২৪. অতি লজ্জাশীল বধূ : কলাবধূ
২৫. অত্যন্ত দুরন্ত : দামাল

২৬. অতি কর্মকুশল ব্যক্তি : ধুরন্ধর
২৭. অত্রিমুনির পত্নী : আত্রেয়ী
২৮. অর্থহীন উক্তি : প্রলাপ
২৯. অদূর ভবিষ্যতে যা হবার আশা নেই : সুদূরপরাহত
৩০. অধিকারের অভাব : অনধিকার


৩১. অদৃশ্য হওয়াার বিদ্যা : তিরস্করণী
৩২. অধিগত হয়নি এমন : অনধিগত
৩৩. অর্ধ রাত্রি : নিশীথ
৩৪. অর্ধেক সম্মত : নিমরাজি
৩৫. অধিকৃত মানুষ : প্রজা

৩৬ অধ্যয়নের বিরতি : অনধ্যায়
৩৭. অন্বেষণ করার ইচ্ছা : অন্বেষা
৩৮. অন্যায়ভাবে কৃত কর্ম : দুষ্কৃত
৩৯. অন্যায়কারীর ক্ষতিসাধন : প্রতিশোধ
৪০. অন্য কাল : কালান্তর


৪১. অন্য মনু : মন্বন্তর

৪২. অন্য যুগ : যুগান্তর

৪৩. অন্য উপায় নেই যার : অনন্যোপায়

৪৪. অন্যদিকে দৃষ্টি নেই যার : অনন্যদৃষ্টি

৪৫. অনায়াসে দোহ্যা গাভি : সুব্রতা 


৪৬. অন্য গতি নেই বলে : অগত্যা

৪৭. অন্য ব্যক্তিতে যা দুর্লভ : অনন্যসুলভ

৪৮. অন্য সহায় নেই যার : অনন্যসহায়

৪৯. অনুভূত হচ্ছে এমন : প্রতীয়মান

৫০. অন্নের চূড়া তুল্য স্তূপ : অন্নকূট


৫১. অন্নের নিমিত্ত দাস : অন্নদাস

৫২. অপরের প্রতি দ্বেষ : পরদ্বেষ

৫৩. অপরের গৃহ : পরবাস

৫৪. অপরের সঙ্গে মেলামেশা : পরসঙ্গ

৫৫. অপ্রিয় কথা বলে যে : দুর্মুখ


৫৬. অশ্বের চালক : সাদী

৫৭. অশ্বাদির চাবুক : কশা

৫৮. অপ্রাপ্ত ধনের প্রাপ্তি ও প্রাপ্ত ধনের রক্ষণ : যোগক্ষর

৫৯. অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠকে কন্যাদান : পরিদান

৬০. অবিবাহিতা জ্যেষ্ঠা বিদ্যমানে বিবাহিতা কনিষ্ঠা : অগ্রেদিধিষু

৬১. অবিবাহিত নারী : চিরণ্টী


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

Language
error: Content is protected !!