এককথায় প্রকাশ (আ-আ)

আকাশে চড়ে যে : খেচর

২. আকাশে বিচরণ করে যে : নভশ্চর

৩. আকাশে উড়ন্ত ধূলিরাশি : ধূলিপটল

৪. আকাশ ও পৃথিবী : ক্রন্দসী

৫. আকাশ পৃথিবীর সঙ্গে যেখানে মিশেছে : দিগ্‌বলয়

৬. আয়ু বৃদ্ধি করে যা : আয়ুষ্কর

৭. আপাতত মধুর যা : আপাতমধুর

৮. আজীবন সধবা নারী : চিরায়ুষ্মতী

৯. আবহমান কাল ধরে যা প্রচলিত : চিরাগত

১০. আশ্রিতের প্রতি স্নেহশীল : আশ্রিতবৎসল

১১. আকর্ষণ করা হচ্ছে যাকে : আকৃষ্যমান

১২. আগুনে যা পোড়ে না : অগ্নিসহ

১৩. আজ্ঞা পালন করে যে : আজ্ঞাবহ

১৪. আগে থেকে : পূর্বাবধি

১৫. আহারের পর পাতের অবশিষ্ট খাদ্য : ভুক্তাবশেষ

১৬. আজন্ম শত্রু : জাতশত্রু

১৭. আভিধানিক অর্থের পরিবর্তে অন্য অর্থের দ্যোতনা : ব্যঞ্জনা

১৮. অল্পকাল বাঁচে যে : অল্পায়ু

১৯. আজীবন অবিবাহিত : চিরকুমার

২০. আড়ম্বরপূর্ণ কথারম্ভ : ভণিতা

২১. আকালের বৎসর : দুর্বৎসর

২২. আত্মগোপনার্থে পরিধেয় : ছদ্মবেশ

২৩. আড়চোখে দৃষ্টিপাত : কটাক্ষ

২৪. আহ্বান করা হয়েছে যাকে : আহূত

২৫. আদি থেকে অন্ত আদ্যান্ত


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

এককথায় প্রকাশ (ই-ই)

এককথায় প্রকাশ (এ-এ)

এককথায় প্রকাশ (ঐ-ঔ)

এককথায় প্রকাশ (অ-অ)

এককথায় প্রকাশ (আ-আ)

এককথায় প্রকাশ (ক-ক)

এককথায় প্রকাশ (গ-গ)

এককথায় প্রকাশ (ঘ-ঘ)

এককথায় প্রকাশ (চ-চ)

এককথায় প্রকাশ (ছ-ছ)

এককথায় প্রকাশ (ঝ-ঝ)

এককথায় প্রকাশ (ট-ট)

এককথায় প্রকাশ (ঠ-ঠ)

এককথায় প্রকাশ (ণ-ণ)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ধ-ধ)

এককথায় প্রকাশ (ন-ন)

এককথায় প্রকাশ (ফ-ফ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (ভ-ভ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ঢ-ঢ)

Language
error: Content is protected !!